আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরই মধ্যে এই যুব টুর্নামেন্ট সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজের প্রতিনিধিদের নেতৃত্বে থাকবেন নতুন এক তামিম। খুলনায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের পুরো নাম আজিজুল হাকিম তামিম।
বর্তমানে দেশের ক্রিকেটে জাতীয় দলের সঙ্গে রয়েছেন দুই তামিম। একজন আছেন নিজের ক্যারিয়ারের শেষের দিকে। আরেকজন কিছুদিন আগেই শুরু করেছেন নিজের যাত্রা। মজার বিষয় সে দুইজন তামিমই হলেন বাঁহাতি ওপেনার। একজন তামিম ইকবাল, অন্যজন তানজিদ হাসান তামিম।
তবে এবার অনূর্ধ্ব-১৯ দলে খেলা তামিম একজন অলরাউন্ডার। জাতীয় দলের অন্য দুই তামিমের মতো বাম হাতে ব্যাট করলেও তিনি বোলিংয়েও হাত ঘুরান। একজন অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলবেন এই তামিম। এবার প্রথমবারের মতো এই আঞ্চলিক টুর্নামেন্টে খেলবেন তিনি।
আরও পড়ুন:
» ভিনিসিয়ুসের পূর্ব প্রজন্ম ব্রাজিলের নয়! তারা কোন দেশের?
» প্রথম ম্যাচে হারের পরেও প্রশংসায় ভাসছেন সাকিব
অনুর্ধ্ব ১৯ পর্যায়ে এখন পর্যন্ত ৪৭ ম্যাচ খেলেছেন এই তামিম। যেখান থেকে ১৩৩৮ রান করেছেন। আর তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৫৭ উইকেট। এবার নতুন করে নিজেকে চেনাতে মাঠে নামবেন দেশের এই জুনিয়র তামিম।
আগামী ৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। যে টুর্নামেন্টে চার দল করে ভাগ করে দুটি গ্রুপে খেলা হবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে খেলবে তারা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:
জাওয়াদ আববার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান ও সাদ ইসলাম রাজিন।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এফএএস