সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। আইসিসি র্যাঙ্কিংয়ে এর সুফলও পেয়েছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন এই টাইগ্রেস।
এদিকে কাপ্তান নিগারের সঙ্গে সুখবর পেয়েছেন তার সতীর্থ লেগ স্পিনার ফাহিমা খাতুন। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন তিনি।
মঙ্গলবার মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি।
এতে দেখা যায়, তালিকার ১৮তম স্থানে রয়েছেন নিগার। শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দীর্ঘ ৯ বছর পর লঙ্কানদের বিপক্ষে জয় উপহার দেন। এছাড়া পুরো সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১১৩ রান করে টাইগ্রেস অধিনায়ক।
অপরদিকে টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট শিকার করে র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে আসেন স্পিনার ফাহিমা।
আরও পড়ুন: সাফের ৯ম শিরোপা ঘরে তুলল ভারত
ক্রিফোস্পোর্টস/১৭মে২০২৩/এসএ