বিগত বছরগুলোতে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে যাওয়া নিয়ে ছিল বিভিন্ন বিধিনিষেধ। কখনও ডাক পেয়েও খেলতে পারেনি, আবার কখনও মাঝ পথে ছেড়ে আসতে বাধ্য হয়েছে। তবে সেই ধরনের সমস্যার মুখোমুখি যাতে আর না হতে হয় সেজন্য আইপিএল কর্তৃপক্ষকে ক্রিকেটারদের ১৩ সদস্যের নাম পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে এ সকল খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে কোনো সংশয় থাকবে না আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর। এর আগে দল পেয়েও তাসকিন আহমেদের মতো খেলোয়াড়রা বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি। এবার এমন কোনো জটিলতা যাতে না হয় সেজন্য সেটার সমাধান আগেই নিশ্চিত করল বিসিবি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ সূত্রে জানা যায় যে, আগামী তিন আসরের জন্য আগেই ঘোষিত হয়েছে আসরগুলোর সূচি। মূলত ওই সকল আসরগুলোতে যেন বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা পাওয়া যায় সেটার নিশ্চয়তা চেয়ে বিভিন্ন বোর্ডকে চিঠি দিয়েছে বিসিসিআই। সেই চিঠিরই জবাব স্বরূপ ১৩ ক্রিকেটারের নাম পাঠিয়েছে বিসিবি। যারা আগামী তিন আসরে আইপিএলের ছাড়পত্র পাবেন।
আরও পড়ুন:
» পার্থ টেস্ট : ৭২ বছরে প্রথমবার ঘটল এমন ঘটনা
» ওয়েস্ট ইন্ডিজে নতুন মাইলফলক স্পর্শ করছেন অধিনায়ক মিরাজ
বিসিবির পাঠানো ১৩ ক্রিকেটারের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শেখ মেহেদি, লিটন কুমার দাস, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শহিদুল ইসলাম।
২০২৫ আইপিএল শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। ২০২৬ আইপিএল শুরুর সম্ভাব্য সময় ১৫ মার্চ থেকে এবং টুর্নামেন্টের ফাইনাল হওয়ার সম্ভবনা রয়েছে ৩১ মে। এরপর ২০২৭ আইপিএল আসর শুরুর সম্ভাব্য সময় ১৪ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এসআর/বিটি