বাংলাদেশ দল বর্তমানে ব্যস্ত রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আপাতত জাতীয় দলের বাইরে থাকা টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে খেলছেন আবুধাবি টি-টেন লিগে। গত ২১ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে মরিসভিল স্যাম্প আর্মির কাছে পরাজিত হয়েছিল সাকিবের দল। তবে সেই ম্যাচে ব্যক্তিগতভাবে দারুন খেলেছিলেন এই টাইগার অলরাউন্ডার। দুই ওভারে মাত্র ১৫ রান খরচা তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ২ উইকেট। তবে তুলনামূলক কম রান তোলা দলীয় ভাবে ভালো বল না করায় ম্যাচ হারতে হয় বাংলা টাইগার্সকে।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দলটি। প্রথম ম্যাচ শেষে বাংলা টাইগার্সের প্রধান কোচ ইউনিস খান জানিয়েছিলেন পরবর্তী ম্যাচে নিজেদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করে ঘুরে দাঁড়ানোর কথা। এদিকে প্রথম ম্যাচ হারলেও খুব একটা বিচলিত না হওয়ার কথা বলেছিলেন তিনি। পাশাপাশি দারুন পারফরমেন্সের জন্য সাকিবের প্রশংসাও করেছিলেন ইউনিস।
আরও পড়ুন:
» ‘তারা বলে আমি শেষ, কিন্তু আমি খেলাটি অনুভব করি’
» আইপিএল নিলাম শুরুর আগে হঠাৎ নির্বাসিত দুই ক্রিকেটার!
সাকিবের প্রশংসায় তিনি বলেছিলেন, ‘সাকিব যেভাবে অধিনায়কত্ব করল, তা অসাধারণ। যেভাবে বল করেছে, যেভাবে ফিল্ডিং করেছে দারুণ ছিল সবকিছু। প্রথম ম্যাচে বেশ ভালো এফোর্ট দিয়েছে সে। আমার কাজ অনেক সহজ, কারণ এখানে সাকিব আছে। আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে না সে এখানে থাকায়।’
আজ আবুধাবি টি-টেন লিগে নিউ ইয়র্ক স্ট্রাইকসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে সাকিবের বাংলা টাইগার্স। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই ম্যাচ। দলের প্রধান কোচ মনে করেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাকিব।
সাকিবের খেলা সরাসরি যেভাবে দেখবেন খেলা:
বাংলাদেশ থেকে ক্রিকেট ভক্তরা এই খেলা সরাসরি উপভোগ করতে পারবেন। এই ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি স্টার স্পোর্টস ৩ চ্যানেলেও দেখা যাবে এই খেলা। এছাড়া অনলাইন প্লার্টফর্ম ফ্যানকোড দেখাবে টি-টেন লিগের এই খেলা। স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করেও উপভোগ করা যাবে এই ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এফএএস