Connect with us
ফুটবল

যে কারণে হামজাকে পেতে দেরি, সর্বশেষ যা জানা গেল

Hamza Choudhury
হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

দেশের লাখো ফুটবল ভক্তদের চাওয়া লাল-সবুজের জার্সিতে খেলার সুযোগ পাক হামজা দেওয়ান চৌধুরী। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন– বাফুফে। মাঝে শোনা গিয়েছিল নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেন হামজা। তবে শেষ পর্যন্ত হয়নি তেমনটা।

কবে নাগাদ ফুটবল ভক্তদের সেই চাওয়া হবে পূরণ! আর কেনই বা হামজাকে দলে পেতে হচ্ছে এতটা বিলম্ব? সেই প্রশ্নের উত্তর নিয়ে দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানিয়েছেন এখনো হামজার ফাইল পড়ে আছে ফিফার টেবিলে। তুলে ধরেছেন বিলম্ব হওয়ার কারণ।

মূলত ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার কারণে ফিফার সবুজ সংকেত পেতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী সকল প্রকার ডকুমেন্ট প্রদান করতে পারার কোথাও জানিয়েছেন তিনি, ‘আমরা কদিন আগেও কিছু ডকুমেন্ট ফিফাকে দিয়েছি। আসলে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলায় প্রক্রিয়াটা জটিল হয়ে গেছে। এজন্য একটু দেরি হচ্ছে।’

আরও পড়ুন:

» সন্ধ্যায় মাঠে নামবে সাকিবের দল, খেলা দেখবেন যেভাবে

» ‘তারা বলে আমি শেষ, কিন্তু আমি খেলাটি অনুভব করি’

লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে পেতে এর আগে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাফুফে। তখন সেই আবেদনে সাড়া দিয়ে হামজার ছাড়পত্র পাঠিয়ে দিয়েছিল এফএ। পরবর্তীতে সে ছাড়পত্র চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে।

জানা গিয়েছিল ফিফার সেই কমিটি থেকে অনুমোদন দেয়ার পর বাংলাদেশের হয়ে খেলতে কোন বাধা থাকবে না হামজার। তবে সেখানেই তৈরি হয়েছে জটিলতা। তবে পরবর্তীতে ফিফা যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছিল, তার সব প্রদান করেছে ফেডারেশন। তাই এই বাফুকে কর্মকর্তা মনে করেন, যেকোন দিন, যেকোন সময় আসতে পারে ফিফার সবুজ সংকেত।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল