সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে অ্যান্টিগায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। অ্যান্টিগার পেস সহায়ক পিচে উইন্ডিজ ব্যাটারদের কিছুটা চাপে রেখে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। কিন্তু বল পুরোনো হতে থাকলে পিচ অনেকটা ব্যাটারদের নিয়ন্ত্রণে চলে যায়। তবে দিনের শেষ সময়ে বড় জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের বোলাররা। দিন শেষে সমান অবস্থানে রয়েছে দুই দল।
টস হেরে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। এরপর প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন দুই ব্যাটার মিকাইল লুইস ও অ্যালিক আথানেজে। বড় জুটিও গড়েন এই দুই ব্যাটার। তবে দিনের শেষ দিকে মিরাজ ও তাইজুলের কল্যাণে সেঞ্চুরি মিস করে সাজঘরে ফিরে যান দুই ব্যাটার। ফলে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান তোলে ক্যারিবিয়ানরা।
এদিকে দিনের শেষ সময়ে বাগড়া দেয় বৃষ্টি। এতে কিছুক্ষণ খেলা বন্ধ থেকে পুনরায় শুরু হয়। কিন্তু আলোক স্বল্পতায় ৮৪ ওভারের পর প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জরুরি বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
» সন্ধ্যায় মাঠে নামবে সাকিবের দল, খেলা দেখবেন যেভাবে
এদিকে প্রথম ইনিংসে ৪০০ রানের প্রত্যাশায় ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান ব্যাটার লুইস বলেন, ‘শুরুতেই বল কিছুটা ধীরে আসতেছিল। আমি আর ক্রেইগ যখন ওপেন করছিলাম তখন আমাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং ছিল। এই ইনিংসে কয়েক ধাপে ব্যাট করতে হয়েছে।’
এসময় লুইস আরও বলেন, ‘শুরুর চ্যালেঞ্জটা আমরা ভালোভাবেই পার করেছিলাম। এরপর আমার এবং কাভেম মিলে কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। যদিও সে তাঁর ইনিংসটা বড় করতে পারেনি। এরপর আমি এবং অ্যালিক মিলে আমাদের ইনিংস এগিয়ে নিতে থাকি। অ্যালিক আমার থেকে অভিজ্ঞ হওয়ায় সে সবসময়ই আমাকে গাইড করেছে। ফলে আমার ব্যাটিং করাটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল।’
এসময় ওয়েস্ট ইন্ডিজের প্রত্যাশিত রান কত সেটা জানতে চাইলে লুইস বলেন, ‘আমি এই উইকেটে চারশোর বেশি রান প্রত্যাশা করছি। আমরা এখন যথেষ্ট ভালো অবস্থানে আছি। এরপর আমাদের জাস্টিন ও জশুয়ার মতো দুইজন ব্যাটার আছে। আশা করছি তাঁরা দলের স্কোরকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে।’
উল্লেখ্য যে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৯৭ রান করছেন মিকাইল লুইস এবং অ্যালিকের সংগ্রহ ৯০। আর বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিনের সংগ্রহ ২টি উইকেট। এছাড়াও মিরাজ ও তাইজুলের ঝুলিতে যোগ হয়েছে ১টি করে উইকেট।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এসআর/বিটি