চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন আজিজুল হাকিম তামিম।
যুব দলের অধিনায়কের দায়িত্ব পেয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন আজিজুল তামিম। তিনি বাংলাদেশের হয়ে যুব এশিয়া কাপের পাশাপাশি যুব বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছেন।
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে আজ আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে বাংলাদেশ দলের। টুর্নামেন্ট শুরু আগামী ২৯ নভেম্বর। ফটোসেশন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক তামিম।
এসময় আজিজুল হাকিম তামিম বলেন, ‘দেখেন আমরা বর্তমান চ্যাম্পিয়ন দল। আমরা আবারও শিরোপা ধরে রাখতে চাই। আমরা আশাবাদী যে আমরা আবারও চ্যাম্পিয়ন হবো। গতবারের চ্যাম্পিয়ন দলের পাঁচজন সদস্য এবারের দলেও আছে। ফলে আমাদের কাজটা অনেকটা সহজ হবে বলে মনে করি।’
আরও পড়ুন:
» তানজিম সাকিবকে ফুল দিয়ে বরণ করে নিলো গায়ানা
» জয়সওয়াল-রাহুলের ব্যাটে পার্থ টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে
এসময় যুব বিশ্বকাপ প্রসঙ্গে জানতে চাইলে তামিম বলেন, ‘আমরা যুব বিশ্বকাপ জিততেও আত্মবিশ্বাসী। আমাদের সঙ্গে বিশ্বকাপজয়ী কোচ আছেন। তাঁর সঙ্গে মিলে আমরা ২-৩ মাস কঠোর পরিশ্রম করেছি। আমাদের মধ্যে সম্পর্কও দারুণ। সে আমাদের কাছে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাছাড়া সম্প্রতি ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরাতকে হারানোটা আমাদের আরও অনুপ্রেরণা দিচ্ছে ম্যাচ জয়ে।’
এবারের আসরে বাংলাদেশের অবস্থান ‘এ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নবাগত জাপান।
এবার আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। আগামী ২৯ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে দুই দল। এরপর ১ ডিসেম্বর টুর্নামেন্টে নিজেদের ২য় ম্যাচে নেপালের সঙ্গে লড়বে বাংলার যুবারা। আবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুইটি করে দল নিয়ে শুরু হবে সেমি ফাইনাল। দুইটা সেমিফাইনালই অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। আর এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এসআর/বিটি