আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে দুর্দান্ত খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ইকোনমিক্যাল বোলিংয়ের সঙ্গে শিকার করেছিলেন ২ উইকেট। এবার দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছেন এই অলরাউন্ডার। তবে অলরাউন্ড পারফরম্যান্সের পরও জেতাতে পারেননি দলকে।
শনিবার (২৩ নভেম্বর) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স।
দলের হয়ে দেড়শোর বেশি স্ট্রাইক রেটে ১৯ রান করেছেন সাকিব। এছাড়া ২২ রান এসেছে আগের ম্যাচে দুর্দান্ত খেলা দাসুন শানাকার ব্যাট থেকে। তবে এই রান করতে ১৯টি বল খেলেছেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন:
» যুব এশিয়া কাপ-বিশ্বকাপ দুটোই জিততে চান আজিজুল তামিম
» জয়সওয়াল-রাহুলের ব্যাটে পার্থ টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে
ব্যাট হাতে ১৯ রানের পর বল হাতেও ২টি উইকেট শিকার করেছেন সাকিব। এক ওভারে মাত্র ১ রান দিয়ে ডিওয়াল্ড ব্রেভিস ও আসিফ আলীর উইকেট তুলে নিয়েছেন টাইগার্স কাপ্তান।
তবে দলের অন্যান্য বোলাররা ভালো করতে পারেননি। বিশেষ করে মোহাম্মদ ইমরান খান এক ওভারেই দিয়েছেন ১৭ রান। তাছাড়া জয়ের জন্য ৬৬ রান যথেষ্ট ছিল না। যে কারণে মাত্র ৬ ওভারেই ৭ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় কাইরন পোলার্ডের দল।
এ নিয়ে এবারের আসরে টানা দুই ম্যাচে হারের মুখ দেখল বাংলা টাইগার্স। এর আগে প্রথম ম্যাচে মরিসবিল স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটে হেরেছিল সাকিবরা। আগামী সোমবার (২৫ নভেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি বুলসের মুখোমুখি হবে বাংলা টাইগার্স।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলা টাইগার্স: ৬৬/৮ (১০ ওভার)
নিউইয়র্ক স্ট্রাইকার্স: ৭০/৩ (৬ ওভার)
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/বিটি