অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন যেন পুরোটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করা ক্যারিবিয়ানদের কতটা দ্রুত ফেরাতে পারে বাংলাদেশ সেটাই ছিল দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত মিরাজদের বড় লিড ছুঁড়ে দিয়েছিল স্বাগতিকরা। আর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে জোড়া আঘাত পায় বাংলাদেশ।
গতকাল শনিবার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন স্বাগতিকরা গুনে গুনে স্কোরবোর্ডে দুশো রান যোগ করে। জবাব দিতে নেমে শেষ ইনিংসের বিশ ওভার খেলে ৪০ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ।
এতে ধারাবাহিকভাবে টিকে রইলো টাইগার টপ অর্ডারের ব্যর্থতা। টিকে থাকার লড়াই করেও উইন্ডিজ পেস আক্রমণের তোপে নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন দুই টাইগার ওপেনার। ইনিংসের দশম ওভারের শেষ ডেলিভারিতে জায়দান সিলসের বলে প্রতিহত হন জাকির হাসান। লাফিয়ে ওঠা বল ব্যাটের কাণায় লেগে ভাঙে উইকেট।
আরও পড়ুন:
» বাংলাদেশ ও ভারতের পৃথক টেস্টসহ আজকের খেলা (২৪ নভেম্বর ২৪)
» আগামীকাল আইপিএলের নিলাম, ফ্রাঞ্চাইজিগুলোর নজর যাদের ওপর
এতে ৩৪ বলে ১৫ রান করে ফিরে যান জাকির। পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে উইকেট হারান অপর ওপেনার মাহমুদুল হাসান জয়। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫ রান। তবে এরপর দিনের বাকি সময় আর কোন বিপদ ঘটতে দেননি মমিনুল হক এবং শাহাদাত হোসেন দিপু। তবে আজ ৪১০ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামতে হবে তাদের।
মনে করা হচ্ছে আজকেই অনেকটা নির্ধারণ হয়ে যেতে পারে এই ম্যাচের ফলাফল। এই ম্যাচে টিকে থাকতে আজ নিজেদের ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচিয়ে রাখতে হবে টাইগারদের। বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় ইনিংস খেলতে পারলে তাদের জন্য পরাজয় এড়ানো হবে সম্ভব। আর না হলে লাল বলের ক্রিকেটে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী থাকতে হবে লিটন-মিরাজদের।
অ্যান্টিগা টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৫০/৯ (ডি)
বাংলাদেশ: ৪০/২
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৪/এফএএস