Connect with us
ক্রিকেট

আইপিএল মেগা নিলাম: শ্রেয়াস আয়ার না পারলেও ২৭ কোটি ছুঁলেন পন্ত

Crifo ayer pant
২৬ কোটি ৭৫ লাখ শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত ২৭ কোটি।

ক্রিকেটে টাকার ঝনঝনানি শুরু হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিলের মেগা নিলামের প্রথম দিনেই টাকা ছড়াতে শুরু করেছেন মালিকরা। আর শুরুতে হিড়িক পড়েছে তারকা ক্রিকেটারদের দিকে। গত আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আয়ারের দাম ছুঁয়েছে আকাশ। তবে তিনি ২৭ কোটি ছুঁতে পারেননি। পেরেছেন ঋষভ পন্ত।

রবিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া নিলামে আয়ারকে নিয়ে দারুণ লড়াই করে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। শেষমেশ নিলামে তাকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। পরে কাড়াকাড়ি শুরু হয় ঋষভকে নিয়ে।

পন্তকে দলে পেতে যুদ্ধে নামে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও সানরাইজার্স হায়দরাবাদ। এ দুই দলের বিড বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ২৭ কোটিতে পন্তকে দলে নেয় লক্ষ্ণৌ।

জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বিকিকিনির দিকে চোখ ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের। মেগা এই নিলামে ২০৪ স্লটের বিপরীতে দল পেতে লড়ছেন ৫৭৪ ক্রিকেটার।

আরও পড়ুন:

» ‘ওরা আমাকে উদ্ধার করেছে, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব’

» আইপিএলে রিশাদের সম্ভাবনা কতটুকু, মুস্তাফিজকে ধরে রাখবে চেন্নাই?

এর আগে ভারতীয় বোলার ২ কোটির আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে দলে নেয় পাঞ্জাব কিংস। কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখে তুলে নেয় গুজরাট কিংস। ২ কোটির বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে নেয় গুজরাট। ১১ কোটি ৭৫ লাখ টাকায় মিচেল স্টার্ককে নেয় দিল্লি।

২০২৫ আইপিএল আগামী ১৪ মার্চ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন।

তবে এর মধ্যে পাকিস্তান নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে বৈরী সম্পর্ক থাকায় ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশ থেকেও ১৩ ক্রিকেটারের নাম আছে নিলামে।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট