সৌদি আরবের জেদ্দায় বসেছে আইপিএল-২০২৫ আসরের প্রথম দিনের মেগা নিলাম। নিলামে তোলা হবে ৮৪ জন ক্রিকেটারকে। যেখানে প্রথম ক্রিকেটার হিসেবে আর্শদীপ সিং কে তোলা হয়। নিলামে ২ কোটি ভিত্তি মূল্যের আর্শদ্বীপকে ১৮ কোটিতে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।
রোববারের মেগা নিলামের শুরুতেই তোলা হয় আর্শদীপকে। যেখানে তাকে দলে নিতে প্রথম ডাকে চেন্নাই সুপার কিংস। এরপর নিলামে আর্শদীপকে নিয়ে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাট এবং হায়াদ্রাবাদের মধ্যে চলে তুমুল দরকষাকষি।
যেখানে সবশেষ ১৮ কোটি রুপি দাম হাঁকায় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ১৮ কোটিতেই আর্শদীপকে কিনে নেয় তার পুরনো দল পাঞ্জাব কিংস।
আরও পড়ুন :
» এশিয়া কাপ খেলতে আমিরাতের উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ
» আইপিএল মেগা নিলাম: শ্রেয়াস আয়ার না পারলেও ২৭ কোটি ছুঁলেন পন্ত
এখন পর্যন্ত পঞ্চম দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছেন এই বোলার। গত আসরেও পাঞ্জাবের হয়ে খেলেছিল ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কাগিসো রাবাদাকে নিলামে তোলা হলে ১০.৭৫ কোটি রুপিতে তাকে কিনে নেয় গুজরাট টাইটান্স। এর আগে গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেয়েছিলেন প্রোটিয়া এই পেসার।
ক্রিফোস্পোটর্স/২৪নভেম্বর২৪/এসআর/এসএ