বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বেশ লম্বা সময় ধরে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। তবে সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর সেই তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছিল রোহিত শর্মার দল। আর সেই সুযোগে সবার উপরে উঠে আসে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
তবে এবার বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শীর্ষ স্থান পুনরুদ্ধার করেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পর্যন্ত নিজেদের খেলা ১৫ ম্যাচে ৬১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। দ্বিতীয় অবস্থানে চলে আসা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৭.৬৯ শতাংশ।
পার্থে প্রথম টেস্টে আজ অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। যেখানে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই গুটিয়ে গিয়েছিল সফরকারীরা। সেই ম্যাচে শেষ পর্যন্ত এত বড় জয় নিয়ে মাঠ ছাড়বে রোহিতের দল, তা হয়তো ভাবতে পারেনি কেউ। তবে অজিদের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার মাঠ থেকে ৪৬ বছরের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।
আরও পড়ুন:
» ২০২৫ আইপিএলে দল পেলেন না মুস্তাফিজ-রিশাদ
» সৌম্যদের হারানো গাজানফার চড়া দামে মুম্বাইয়ে
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিজেদের খেলা ১৫ ম্যাচে ভারত সর্বোচ্চ ৯ জয় পেয়েছে। বিপরীতে ১ ড্র এবং ৫ ম্যাচে পরাজয় বরণ করেছে তারা। অপরদিকে ১৩ টেস্ট খেলার সুযোগ পেয়ে এখন পর্যন্ত ৮ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বিপরীতে ৪ ম্যাচে পরাজয় এবং একটিতে ড্র করেছে অজিরা।
বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে এখনো আরও চার টেস্ট বাকি রয়েছে উভয় দলের সামনে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত কোন দল নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে পারবে, তা অনেকটা নির্ধারিত হবে এই সিরিজ থেকে। আর এই তালিকার শীর্ষ দুই দল সর্বশেষে ফাইনাল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের।
আর এবারের নিয়ম অনুযায়ী জয়ের শতাংশের হিসেবে তালিকার হিসেব হওয়ায় ভারত কিংবা অস্ট্রেলিয়া কেউই এখন পর্যন্ত সে ফাইনালের জন্য নিজেদের অবস্থান পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। কেননা এই সিরিজের বাকি ম্যাচগুলোতে কোন দল অনাকাঙ্খিত ফলাফল করলে সেখানে সুযোগ পেয়ে যেতে পারে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/এফএএস