রিয়াল মাদ্রিদের দুঃসময় যেন কাটছেই না। চলতি মৌসুমে একের পর হোটচ খাচ্ছে লস ব্লাঙ্কোসরা। ইনজুরির কারণে ইতোমধ্যে মাঠের বাইরে আছেন দলের বেশ কয়েকজন তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন দলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র।
ভিনিসিয়ুস বাঁ পায়ের মাংসপেশিতে আঘাত পেয়েছেন। এতে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকবেন এই তারকা। এক বিবৃতিতে তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম বলছে, প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন ভিনিসিয়ুস। আগামী ১৮ ডিসেম্বর কাতারের দোহায় ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালের আগে তাকে পাওয়ার চেষ্টা করবে ক্লাবটি।
আরও পড়ুন:
» ২০২৫ আইপিএলে দল পেলেন না মুস্তাফিজ-রিশাদ
» অস্ট্রেলিয়াকে টপকে নিজেদের হারানো অবস্থান ফিরে পেল ভারত
গতকাল রাতে লা লিগায় লেগানেসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়ুস। কোনো গোলের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন একটি। তবে ম্যাচশেষে পরীক্ষা-নিরিক্ষার পর তার বা পায়ে চোট ধরা পড়ে।
এদিকে চলতি মাসেই ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও মাঠে বাইরে আছেন। এছাড়া দানি কার্ভাহাল, ডেভিড আলাভা, অরলিয়েন চুয়োমেনিরাও ইনজুরির কারণে মাঠের বাইরর আছেন।
আগামী বুধবার (২৭ নভেম্বরে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি জর্জরিত দলটি নিয়ে বেশ চিন্তায় থাকবেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। ৪ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্নে স্লটের দল। অন্যদিকে ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে টেবিলের ১৮ নম্বরে অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/বিটি