Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে চাপে ফেলার পেছনে যাদের কৃতিত্ব দিলেন রোচ

Kemar Roach
কেমার রোচ। ছবি- সংগৃহীত

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। বাংলাদেশকে ৩৩৪ রানের বিশাল টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে টাইগাররা। ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অনেকটা এগিয়ে থেকে জয়ের আভাস পাচ্ছে ক্যারিবিয়ানরা।

১৮১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিন ম্যাজিকে মাত্র ১৫২ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। এদিন তাসকিন আহমেদ টেস্টে ক্যারিয়ার সেরা ৬ উইকেট তুলে নেন। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে ম্যাচ হারের শঙ্কা দেখা দিয়েছে।

হাতে দেড়দিন সময় থাকলেও সেটাকে কাজে লাগাতে পারেনি টাইগাররা। বরং ছন্নছাড়া ব্যাটিংয়ে চতুর্থ দিনেই ১০৯ রান করতে হারিয়ে ফেলেছে ৭ উইকেট। ম্যাচ জিততে শেষ দিনে টাইগারদের প্রয়োজন ২২৫ রান এবং ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩ উইকেট।

আরও পড়ুন:

» আইপিএল-২০২৫ : মেগা নিলাম শেষে কে কোন দলে?

» আইপিএলে নিলামে হতাশার দিনে ক্যারিয়ার-সেরা বোলিং তাসকিনের 

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন কেমার রোচ। এসময় তিনি বলেন, ‘আমরা আমাদের বোলিং গ্রুপ নিয়ে সন্তুষ্ট। তাদের প্রশংসা না করার উপায় নাই। সবাই হাইলি স্কিলফুল খেলোয়াড়। আমাদের সবার মধ্যে কম্বিনেশনটাও ভালো। আমি প্রথম কয়েকটা উইকেট তুলে নিতে চেয়েছিলাম। আমি ও জায়ডেন সেটা করতে পেরেছি। তবে আরও কিছু উইকেট নিতে পারলে ভালো হতো।’

এসময় পুরো বোলিং ইউনিটের প্রশংসা করে কেমার রোচ বলেন, ‘পুরো বোলিং ইউনিটই দারুণ করেছে। সবাই নিজেদের মেলে ধরেছে। তবে কাজটা সহজ ছিল না, প্রথম ইনিংসে অনেকক্ষণ বল করতে হয়েছে। তবে সবাই মিলে বোঝাপড়া করে কাজ করেছি এবং সফলও হয়েছি। এমন দলের অংশ হতে পেরে ভালো লাগছে।’

এসময় বাংলাদেশকে দেওয়া টার্গেট নিয়ে কেমার রোচ বলেন, ‘আমরা চেয়েছি বাংলাদেশকে চাপে রাখতে। বাংলাদেশের ব্যাটারদের জন্য যতটা সম্ভব পিচকে কঠিন করে তুলতে। এজন্য রান রেট ঠিক রেখে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি আমরা। শুরুতেই আমি ও জায়ডেন মিলে দুটি উইকেট তুলে নিয়েছি। পরে আরও পাঁচটা উইকেট পড়েছে। যা পুরোটাই বোলিং ইউনিটের কৃতিত্ব। আমাদের চাওয়া তো এটাই ছিল।’

এসময় কেমার রোচ আরও বলেন, ‘আমি পুরো সময়টা উপভোগ করেছি। পিচ থেকে সুবিধা পেয়েছি। এছাড়াও ড্রেসিং রুমের পরিবেশটা ছিল অসাধারণ। আমি সবার সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছি। বাকিরাও উইকেট পেয়েছে আমিও পেয়েছি। নিজের খেলা শেষে এসব দেখে গর্ব হবে একসময়।’

উল্লেখ্য যে, দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪। কিন্তু জবাব দিতে নেমেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। আজ ৭ উকেটে ১০৯ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট