Connect with us
ক্রিকেট

তাসকিনকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

Taskin and his wife
তাসকিন এবং তার স্ত্রী নাঈমা রাবেয়া। ছবি- সংগৃহীত

সবশেষ কয়েকটি সিরিজ ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। তবে এই ব্যর্থতার মাঝেও আশার আলো দেখিয়েছে বোলাররা। বিশেষ করে তাসকিন আহমেদ বল দুর্দান্ত ছন্দে রয়েছেন। তারই ধারাবাহিকতায় চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বল হাতে রাঙিয়েছেন তিনি। অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা ৬ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার।

তাসকিনের বোলিং তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। যেখানে ৬৪ রান দিয়ে ৬ উইকেট শিকার তাসকিনের। ফলে টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান এই বোলার। এছাড়াও বাংলাদেশের জার্সিতে পঞ্চম বোলার হিসেবে ৬ উইকেটের দেখা পান এই টাইগার গতিতারকা।

ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর তাসকিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর সহধর্মিণী সাইয়েদা নাঈমা রাবেয়া। মূলত ব্যাটিংয়ের সময় মাথায় বল লেগে আহত হয়েছিলেন তাসকিন, আর সেটা নিয়েই তাঁর এই পোস্ট।

আরও পড়ুন:

» বাংলাদেশকে চাপে ফেলার পেছনে যাদের কৃতিত্ব দিলেন রোচ

» আইপিএলে নিলামে হতাশার দিনে ক্যারিয়ার-সেরা বোলিং তাসকিনের 

যেখানে তিনি লিখেছেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজরের নামাজের পূর্বে জানতে পেরেছি আমার স্বামী নাকি মাথায় বল লেগে আহত হয়েছে। যদিও মাথায় হেলমেট ছিল তবুও বলটির আঘাত কতটা যন্ত্রণার সেটা যারা খেলে তাঁরাই জানে। খবরটা জানার পর মনটা ভীষণ খারাপ। কিন্তু আমার কিছুই করার নাই। আমি তাঁর থেকে বহুদূরে আছি। তাঁর জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নাই আমার। তবে আমি তাঁর কষ্টটা অনুভব করতে পারছি। ক্রিকেটাররা তাঁদের অসুস্থতায় বা খারাপ সময়ে পরিবারকে সবসময় কাছে পায় না।’

এছাড়াও তাসকিনকে ম্যাচ খেলতে নিষেধ করে তাঁর স্ত্রী বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম, বলের আঘাত প্রাপ্ত স্থানে যদি ব্যথা না কমে তাহলে দয়া করে ব্যথা নিয়ে খেলো না। এত ঔষধ খেয়ে কত সময় খেলা যায়? এরপর আমি ফজরের নামাজ শেষ করে ওর জন্য দোয়া করে আরও দুই রাকাত নামাজ পড়েছি। যাতে করে আল্লাহ তাঁকে হেফাজত করেন। আল্লাহ হয়ত এর থেকে বড় কোনো বিপদে থেকে বাঁচিয়েছেন এই বিপদের মধ্য দিয়ে।’

তাসকিনের অসুস্থতা নিয়ে যেমন চিন্তিত তাঁর স্ত্রী ঠিক তেমনি তাসকিনের পারফরম্যান্স নিয়েও ব্যাপক আনন্দিত।
এ প্রসঙ্গে তাসকিন পত্মী বলেন, ‘সে ব্যথা নিয়েও আজ ৬ উইকেট পেয়েছে। আরও ২ টা মিস করেছে। হয়ত সেটাও কোনো ভালোর জন্য হয়েছে। তবে আমি তাঁর এমন পারফরম্যান্সে খুবই খুশি।’

তিনি আরও বলেন, ‘শুধু সে (তাসকিন) নয় বাকি অন্যান্য ক্রিকেটারও এমন অসুস্থতা নিয়ে মাঠে নামেন। কেউই ইচ্ছে করে হারতে চায় না বা খারাপ খেলতে চায় না। আপনারা শুধু ক্রিকেটারদের মাঠের গল্প জানেন। আড়ালের গল্প জানেন না। এটা তেমনই একটা অজানা ঘটনা।’

উল্লেখ্য যে এখন পর্যন্ত তাসকিন ১৬ টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন। যেখানে গতকাল প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পান। এর আগে এক ইনিংসে ৩বার ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল সর্বোচ্চ। তবে ওয়ানডে ক্রিকেটে ২বার ৫ উইকেট রয়েছে তাসকিনের। সবমিলিয়ে ১৬ টেস্টে ৪৬টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট