Connect with us
ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মিরাজ

Shakib-Mehidy Miraz
মেদেহি হাসান মিরাজ-সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গত সেপ্টেম্বরে ভারত সিরিজ চলাকালীন আন্তর্জাতিক টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। এরপর অবশ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। অবশ্য ভারত সিরিজের পর দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলছে টাইগাররা। আর এই সিরিজেই সাকিবকে ছাড়িয়ে এক নতুন রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ।

এতদিন দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সাকিব। তার উইকেট সংখ্যা ৮৩টি। এবার এই রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন মিরাজ। বর্তমানে দেশের বাইরে তার উইকেট সংখ্যা ৮৫টি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের আগে দেশের বাইরে মিরাজের উইকেট সংখ্যা ছিল ৮১টি। অ্যান্টিগা টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট শিকার করেছেন মিরাজ। আর তাতেই সাকিবকে ছাড়িয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছেন এই স্পিনার।

আরও পড়ুন:

» তাসকিনকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

» আইপিএলে নিলামে হতাশার দিনে ক্যারিয়ার-সেরা বোলিং তাসকিনের 

অবশ্য দেশের বাইরে এই তালিকায় সাকিব-মিরাজের কাছাকাছি কেউ নেই। এই দুই বোলার ছাড়া দেশের বাইরে বাংলাদেশের কেউই এখনো ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

সম্প্রতি ঘরের মাঠে সাকিবের সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ডটি ভেঙে দিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। বর্তমানে ঘরের মাঠে তাইজুলের উইকেট সংখ্যা ১৭০টি, যেখানে সাকিবের উইকেট ১৬৩টি। এছাড়া ১০৪ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন মিরাজ।

সবমিলিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সাকিবের। তার উইকেট সংখ্যা ২৪৬টি। সাকিবের পর ২১১ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন তাইজুল। আর ১৮৯ উইকেট নিয়ে তিনে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট