তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে এসেছে আইরিশ মেয়েরা। আগামীকাল সকালে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে।
তবে সমীকরণ নিয়ে না ভেবে তিন ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে চান জ্যোতিরা। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেন, ‘বিশ্বকাপে নিয়ে এখন চিন্তা করছি না। বরং এখন লক্ষ্য থাকবে ম্যাচ বাই ম্যাচ জিতে সিরিজ থেকে পূর্ণাঙ্গ পয়েন্ট আদায় করা। এটা ছাড়াও আমাদের হাতে আরো দুটি সিরিজ রয়েছে। এই সিরিজ ভালোভাবে শেষ করার পরই ওগুলো নিয়ে ভাববো।’
এসময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আমাদের লক্ষ্য পূর্ণাঙ্গ ৬ পয়েন্ট সেহেতু প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো আমাদের শক্তিমত্তা দিয়ে লড়াই করতে। আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ে আমাদের থেকে পিছিয়ে সুতরাং আমরা ওদের ওপর দাপটি দেখিয়ে খেলবো।’
আরও পড়ুন:
» বিপিএলকে আকর্ষণীয় করতে উদ্বোধনী অনুষ্ঠানসহ যত আয়োজন
» সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মিরাজ
এদিকে নারী চ্যাম্পিয়নশিপের শেষ ৬ ম্যাচের ৩ টাতেই জিতেছে আইরিশরা। তবে দ্বিপাক্ষিক পরিসংখ্যানে বাংলাদেশ থেকে পিছিয়ে তাঁরা। দুই দলের ৬ দেখায় কেবল ১টিতে জিততে পেরেছে আয়ারল্যান্ডের মেয়েরা। ঘরের মাঠে সফরকারীদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন জ্যোতি।
এ বিষয়ে তিনি বলেন, ‘ওরা যেসকল ম্যাচ জিতেছে সেটা ওদের কন্ডিশনে। আমাদের কন্ডিশনে ওরা খুব কম ম্যাচ খেলেছে। সুতরাং আমরা বরাবরই এখানে ফেভারিট হিসেবেই মাঠে নামবো। দেখবেন সম্প্রতি আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়া বাদে সবার সঙ্গে ভালো খেলেছি।’
এদিকে আয়ারল্যান্ড সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ছয়টি ওয়ানডে থেকে বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভবনা নির্ভর করছে।
এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরের অবস্থান করছে বাংলাদেশ। সুতরাং সরাসরি বিশ্বকাপ খেলতে আয়ারল্যান্ড সিরিজে পূর্ণাঙ্গ ৬ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ টাইগ্রেসদের জন্য।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/এসআর/বিটি