আগামী ২৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠবে। এর আগে আজ (মঙ্গলবার) প্রস্তুতি ম্যাচে ভারতের যুবাদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে ভারতকে ২৭ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে দেবাশীষ সরকারের ব্যাট থেকে। ভারতের পক্ষে সমরত নাগরাজ ২টি ও কেপি কার্তিকেয়া ১টি উইকেট শিকার করেছেন।
জবাবে খেলতে নেমে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ভারতের ব্যাটাররা। ৩৯.৫ ওভার খেলে ১৯০ রানেই গুটিয়ে যায় মোহাম্মদ আমানের দল। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্দ্রে সিদ্ধার্থ ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এছাড়া অধিনায়ক আমানের ব্যাট থেকে এসেছে ৩০ রান।
আরও পড়ুন:
» উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
» পাকিস্তান সিরিজের পর যেন জিততে ভুলে গেছে বাংলাদেশ!
এদিন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক আজিজুল তামিম। বল হাতে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। এছাড়া রাফিউজ্জামান নিয়েছেন ২টি উইকেট।
আগামী ২৯ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে যুবা টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ১ ডিসেম্বর নেপালের মুখোমুখি হবেন আজিজুল হাকিমরা। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরও আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। সে আসরে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/বিটি