আবুধাবি টি-টেন লিগে নিজেদের শুরুটা ভালো করতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। প্রথম দুই ম্যাচে খুলতে পারেনি তাদের জয়ের খাতা। তবে গত ম্যাচে দিল্লি বুলসকে হারিয়ে জয়ের ধারায় ফেরে টাইগার্স। এবার নর্দার্ন ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল তারা।
দশ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ পরেই পয়েন্ট তালিকার ৮ম অবস্থানে নেমে গিয়েছিল বাংলা টাইগার্স। তবে গতকাল রাতে ১০ উইকেটের বড় জয় নিয়ে ৫ম স্থানে উঠে এলো বাংলা টাইগার্স। পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ দল সুযোগ পাবে টুর্নামেন্টের প্লে-অফ খেলার। প্রতিটা দল রাউন্ড লিগ পদ্ধতিতে খেলবে সাতটি করে ম্যাচ।
গতকাল টস হেরে আগে ব্যাট করতে নামে নর্দার্ন ওয়ারিয়র্স। যেখানে রশিদ খান-ইফতেখার আহমেদের বোলিংয়ের বিপরীতে ১০ ওভারে ১০৭ রান তুলে তারা। জবাব দিতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৩ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলা টাইগার্স। এদিন নিজেদের ফিফটি তুলে নেন দুই আফগান ওপেনার।
আরও পড়ুন:
» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২৭ নভেম্বর ২৪)
» ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ
এদিন চার হাকিয়ে জয়সূচক রান তুলেই অর্ধশতক পূরণ করেন হজরতুল্লাহ জাজাই। একই ওভারে ফিফটির দেখা পান মোহাম্মদ শেহজাদ। জাজাই খেলেন ২৩ বলে ৫৩ রানের ইনিংস। আর শেহজাদের ব্যাট থেকে আসে ২৫ বলে ৫৪ রান। এর আগে খেলা ম্যাচ গুলোতে টপ অর্ডার খুব একটা সুবিধা করতে না পারলেও আজ তাদের হাত ধরেই জিতেছে ম্যাচ।
এদিন বোলিংয়ে মাত্র ১ ওভার হাত ঘুরিয়ে ৯ রান খরচ করেন সাকিব। সহজ ক্যাচ তার সতীর্থ মিস না করলেও এদিনও উইকেট পেতে পারতেন সাকিব। আজ সন্ধ্যায় নিজেদের পঞ্চম ম্যাচে আজমান বোল্টসের বিপক্ষে মাঠে নামবে বাংলা টাইগার্স। প্লে-অফ খেলার জন্য নিজেদের অবস্থান শক্ত করতে হলে আজ জয়ের বিকল্প নেই সাকিবদের সামনে।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এফএএস