Connect with us
ক্রিকেট

গ্লোবাল সুপার লিগ : ভোরে মাঠে নামবে রংপুর রাইডার্স, খেলা দেখবেন যেভাবে

রংপুর রাইডার্সের অনুশীলন। ছবি- সংগৃহীত

এরই মধ্যে শুরু হয়ে গেছে ৬ দল নিয়ে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন ক্লাব। যেখানে গেল বারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলতে আগ্রহ না দেখানোয় সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স।

বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্ট সামনে রেখে বেশ কিছুদিন যাবত নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত রেখেছে বিপিএলের ক্লাবটি। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গত তিনদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সোহান, আফিফ, রিশাদরা। এবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল ভোরে মাঠে নামবে রংপুর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। যেখানে তারা ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামবে। এই টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে প্রতিটা দল খেলবে চারটা করে ম্যাচ।

রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার, ১ ডিসেম্বর। যেখানে তারা মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্লাবের। এরপর ৫ ডিসেম্বর গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। আর নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পরবর্তী ৭ ডিসেম্বর লাহোর কালান্দার্সের সঙ্গে খেলবে বাংলাদেশ প্রতিনিধিরা।

আরও পড়ুন:

» তানজিম সাকিবের জোড়া উইকেট, জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু দলের

» টানা দুই জয়ে প্লে-অফের আশা বাঁচালো সাকিবের বাংলা টাইগার্স

এদিকে মজার বিষয় রংপুর রাইডার্স বাদেও গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন এক টাইগার ক্রিকেটার। সম্প্রতি তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে গায়ানা। এরই মধ্যে উদ্বোধনী ম্যাচে দলটির হয়ে অভিষেক হয়ে গেছে সাকিবের। আর প্রথম ম্যাচেই জয়ের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন এই টাইগার পেসার।

গ্লোবাল সুপার লিগের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে :

বাংলাদেশ থেকে সরাসরি উপভোগ করা যাবে বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টে টাইগার প্রতিনিধিদের খেলা। গ্লোবাল সুপার লিগের ম্যাচ গুলো সরাসরি দেখা যাবে দেশীয় স্পোর্টস চ্যানেল ও এর ইউটিউব প্লার্টফর্মে। এছাড়া সনি স্পোর্টস টেন নেটওয়ার্ক ও ফ্যানকোডেও উপভোগ করা যাবে খেলা। স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করেও দেখা যাবে এই ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট