এবারের আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের জেদ্দায়। মেগা এই নিলাম যখন শেষ হয়েছে তখন নিউজিল্যান্ডে ভোর রাত। আর সেই ভোরে পরিবারের সদস্যদের টেলিফোনে ঘুম ভাঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটার বেভন জ্যাকবস। জানতে পারেন আইপিএলে দল পেয়েছেন তিনি; তবে বিশ্বাস করতে পারছিলেন না।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি জ্যাকবসের। অনেকটা কৌতূহলের বশেই আইপিএল নিলামে নাম দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। হয়তো ভাবতেও পারেননি সুযোগ পেয়ে যাবেন আইপিএলে। তাই রাতে ঘুমিয়ে পড়েছিলেন নিশ্চিন্তে। ঘুম থেকে উঠে যখন জানতে পারেন সুযোগ পাওয়ার কথা। তবে প্রথমে মনে করেছিলেন তার সঙ্গে মজা করছে সবাই।
মেগা নিলামের শেষ দিনে উঠেছিল তার নাম। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতেই তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলের দল পাওয়া নিয়ে রয়টার্সকে নিজের অনুভূতির কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই কিউই ক্রিকেটার। ২২ বছর বয়সী জ্যাকব বলেছেন নিজের বিস্ময়ের কথা।
রয়টার্সকে আইপিএলে দল পাওয়া নিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য বিস্ময়কর ছিল। আমি সকালে একের পর এক ফোনের শব্দে জেগে উঠি। আমি বুঝিনি কতটা আনন্দময় এক সংবাদ অপেক্ষা করছিল আমার জন্য। আমি তেমন কিছু আশা করিনি, তবে এই সুযোগ পেয়ে বেশ কৃতজ্ঞ। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নিলাম ভোরে শেষ হওয়ার কথা।’
আরও পড়ুন:
» গ্লোবাল সুপার লিগ : ভোরে মাঠে নামবে রংপুর রাইডার্স, খেলা দেখবেন যেভাবে
» তানজিম সাকিবের জোড়া উইকেট, জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু দলের
জ্যাকবস আরও বলেন, ‘আমি ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠি। এর মাঝে পরিবারের সদস্যদের অসংখ্য মেসেজে আমার ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল। আর আমাকে সাথে সাথে জানানোর চেষ্টা করে। তবে আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে!’
প্রসঙ্গত, গত ২৪ ও ২৫ নভেম্বর দুইদিন ব্যাপী আয়োজিত হয় এবারের আইপিএল মেগা নিলাম। যেখানে নাম দিয়েছিল বাংলাদেশ থেকে ১২ টাইগার ক্রিকেটার। তবে অনেকটা আশা জাগানো মুস্তাফিজ ও রিশাদসহ কেউই সুযোগ পাননি আসন্ন ২০২৫ আইপিএলে।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এফএএস