Connect with us
স্পোর্টস বক্স

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন

Sporters of the years
সাবিনা খাতুন (বায়ে), নাসরিন (মাঝে) ও লিটন দাস (ডানে)- ছবি গুল

বাংলাদেশের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির-বিএসপিএ এবারের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

জানা গেছে, ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন লিটন কুমার দাস আর ফুটবলে সেরা হয়েছেন সাবিনা খাতুন এবং আর্চারিতে নাসরিন আক্তার। চলতি মাসের ২৮ তারিখ রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি সনৎ বাবলা।

জানা গেছে, এবার মোট ১৫টি বিভাগে ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করবে বিএসপিএ। সেরাদের ট্রফি, সার্টিফিকেটের পাশাপাশি প্রথমবারের মতো অর্থ পুরস্কারও প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করছে।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা ২০২২:

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত)লিটন কুমার দাস (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল) ও নাসরিন আক্তার (আর্চারি)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত)লিটন কুমার দাস (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল) ও ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)।
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)লিটন দাস।
বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেননিগার সুলতানা জ্যোতি।
বর্ষসেরা ফুটবলার (পুরুষ)ব্রাজিলের রবসন দি সিলভা রবিনিয়ো।
বর্ষসেরা ফুটবলার (নারী)বাংলাদেশের সাবিনা খাতুন।
এছাড়া বর্ষসেরা আরচার হয়েছেনবাংলাদেশের নাসরিন আক্তার।
হকিতে বর্ষসেরাআশরাফুল ইসলাম।
বর্ষসেরা অ্যাথলেট হয়েছেনবিশ্ব আসরে স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমান।
বর্ষসেরা কোচ হয়েছেনবাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী।
উদীয়মান ক্রীড়াবিদনাফিজ ইকবাল (টেবিল টেনিস) ও সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)।
তৃণমূলের সংগঠকআমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
সেরা দলগত সাফল্যসাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবল দল, ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।
বিশেষ সম্মাননাসুমিতা রানী (হার্ডলার)।
সেরা সংস্থাবাংলাদেশ কাবাডি ফেডারেশন।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের

ক্রিফোস্পোর্টস/১৮মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স