যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ক্লাব ইন্টার মায়ামি নতুন কোচ হলেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হ্যাভিয়ের মাশ্চেরানো। তিনি একসময় আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ হিসেবে মাঠে মাতিয়েছেন। এবার মেসির কোচের ভূমিকায় দেখা যাবে ৪০ বছর বয়সী এই আর্জেন্টাইন সাবেককে। ২০২৭ সাল পর্যন্ত ইন্টার মায়ামির দায়িত্ব পালন করবেন তিনি।
সম্প্রতি ইন্টার মায়ামির সাবেক কোচ টাটা মার্তিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটির দায়িত্ব ছাড়েন। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল মায়ামি কর্তৃপক্ষ। ফলে আজ বুধবার (২৭ নভেম্বর) একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মাশ্চেরানোকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
কোচ হিসেবে মাশ্চেরানোর অভিজ্ঞতাও কম নয়। মায়ামিতে যোগদানের আগে আর্জেন্টিনা অনুর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন মাশ্চেরানো। এছাড়াও তাঁর অধীনে বয়সভিত্তিক দলটি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয় এবং শিরোপা জিতেছে।
আরও পড়ুন:
» রেকর্ড জয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু বাংলাদেশের
» ভিনিসিয়ুসকে ঘিরে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
মাশ্চেরানো নিজের খেলোয়াড়ি জীবনে ক্লাব ফুটবলে মেসি-সুয়ারেজদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। যদিও ক্যারিয়ারের প্রথম তিন মৌসুম খেলেছেন লিভারপুলের হয়ে। তাছাড়া জাতীয় দলের ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
ক্লাব ফুটবলে লিভারপুল ও বার্সেলোনা ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের হয়ে খেলছেন মাশ্চেরানো। তবে সেরা সময়টা কাটিয়েছেন বার্সাতে মেসি ও সুয়ারেজদের সঙ্গে। এবার সেই মেসি-সুয়ারেজদেরই শিষ্য হিসেবে দায়িত্ব পালন করবেন এই সাবেক।
এ বিষয়ে মাশ্চেরানো বলেন, ‘মায়ামির কোচ হতে পারাটা আমার জন্য সম্মানের ও গর্বের। আমি এই দলটিকে আরও উঁচুতে নিয়ে যেতে চাই। দলটির সমর্থকদের জন্য কিছু অবিস্মরণীয় মুহূর্ত সৃষ্টি করে দিয়ে যেতে চাই।’
উল্লেখ্য যে, সাবেক কোচ টাটা মার্তিনোর অধীনে মেসির নেতৃত্বে প্রথমবারের মতো ২০২৩ সালে ক্লাব লিগ শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এরপর ২০২৪ সালে ইস্টার্ন সাপোর্টারস শিল্ড জিতে নেয় তারা। এছাড়া সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মায়ামি।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এসআর/বিটি