এক বছরের ব্যবধানে দুই ফরম্যাটে দুটি সেঞ্চুরি করে নিজের জাত চেনালেন ভারতীয় ওপেনার উর্ভিল প্যাটেল।গত বছরের এই দিনে ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণীর ওয়ানডে ক্রিকেটে ২য় দ্রুততম সেঞ্চুরি করেন এই ভারতীয় ব্যাটার। ঠিক এক বছর পর আজ (বুধবার) স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। মাত্র ১ বলের কারণে হতে পারেননি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করা রেকর্ডের মালিক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড গড়া সেঞ্চুরি করতে না পারলেও ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছেন উর্ভিল। এতে করে পেছনে ফেলছেন ভারতীয় তারকা ব্যাটার ঋষভ পন্তকে। এর আগে ২০১৮ সালে সৈয়দ মুসতাক আলী ট্রফিতে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করেন পন্ত।
এই টুর্নামেন্টে আজ গুজরাটের হয়ে ত্রিপুরার বিপক্ষে সেই রেকর্ড ভেঙে ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল। এরপর ৩৫ বলে ১১৩ রানে থামে এই ওপেনারের ইনিংস। এ ম্যাচে উর্ভিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ১০.২ ওভারেই ১৫৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি জিতে নেয় গুজরাট।
আরও পড়ুন:
» মায়ামিতে সাবেক সতীর্থ মাশ্চেরানোর অধীনে খেলবেন মেসি
» রেকর্ড জয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু বাংলাদেশের
এদিকে চলতি বছরের জুনে সাইপ্রাসের বিপক্ষে সাহিল চৌহান সেঞ্চুরি করে মাত্র ২৭ বলে। এর আগে ৩২ বলে ঋষভ পন্তের সেঞ্চুরিটিই ছিল দ্রুততম সেঞ্চুরি। আজকে সেই রেকর্ড ভাঙতে উর্ভিল ৭ চার ও ১২ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন।
উল্লেখ্য যে, গত বছরের এই একই দিনে (২৭ নভেম্বর) বিজয় হাজরা ট্রফিতে ওয়ানডেতে ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন উর্ভিল। ইউসুফ পাঠানের ৪০ বলে সেঞ্চুরির পর স্বীকৃত ওয়ানডেতে এটাই ভারতের দ্রুততম সেঞ্চুরি। চলতি বছর আইপিএল নিলামে নিজের নাম লেখালেও কোনো ফ্রাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করেনি।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এসআর/বিটি