সম্প্রতি বেশ কয়েকটি সিরিজ ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। তবে এই ব্যর্থতার মাঝেও আশার আলোর মতো জ্বলছে বোলারদের পারফরম্যান্স। যেখানে ধারাবাহিকতার অন্য নাম তাসকিন আহমেদ। পারফরম্যান্সের ধারাবাহিকতা স্বরূপ চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারসেরা ৬ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। এবার আইসিসি থেকেও পেলেন বড় সুখবর।
আজ (বুধবার) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টেস্ট র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাসকিন। ১৬ এগিয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন এই স্পিডস্টার।
অ্যান্টিগায় ২০১ রানে হেরে যাওয়া টেস্টে বল হাতে তাসকিন ছিলেন দুর্দান্ত। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন এই পেসার। এর আগে টেস্টে তিনবার ৪ উইকেটের দেখা পেলেও এই প্রথম ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করেন এই তারকা।
আরও পড়ুন:
» দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে রেকর্ডবুকে ভারতীয় ক্রিকেটার
» মায়ামিতে সাবেক সতীর্থ মাশ্চেরানোর অধীনে খেলবেন মেসি
বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম। বর্তমানে ২৩ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার। যদিও বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন তিনি। এছাড়া একধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরও উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ১১তম স্থানে জেডেন সিলস, তার সতীর্থ কেমার রোচ ৪ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে এবং ৩ ধাপ এগিয়ে ২৯ তম স্থানে আছেন আলজারি জোসেফ।
এদিকে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দুই ইনিংসে যথাক্রমে ৫৩ ও ৩১ রান করেন জাকের আলি অনিক। এতে করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৪তম স্থানে।
বাংলাদেশিদের মধ্যে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। কিন্তু চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যাওয়া এই ক্রিকেটার একধাপ পিছিয়ে অবস্থান করছেন ৩২ নম্বরে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই ইনিংসে যথাক্রমে ৪০ ও ২২ রান করে একধাপ এগিয়ে মুশফিকের স্থানে ভাগ বসিয়েছেন লিটন দাস।
এছাড়াও একধাপ করে এগিয়ে মুমিনুল ৪৭ এবং মিরাজ ৬৭ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে ৩ নম্বরে অবস্থান করছেন মিরাজ।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের র্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা গ্রেভস ৪৩ ধাপ এগিয়ে ৮১ তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ২৫ ধাপ এগিয়ে মিকাইল লুই ৮৬তম স্থানে এবং ১৮ ধাপ এগিয়ে আলিক আথানজে আছেন ৬২ নম্বরে।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এসআর/বিটি