টানটান উত্তেজনাকর এক ম্যাচ উপভোগ করল ক্রিকেট প্রেমীরা। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের প্রথম শেষ পর্যন্ত গড়াল সুপার ওভারে। আর সুপার ওভারের নাটকীয়তায় টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারল না বাংলাদেশের এই প্রতিনিধি দল। তবে গোটা ম্যাচে যেভাবে খেলেছিল রংপুর, এমন ফলাফল তাদের জন্য বেশ অপ্রত্যাশিত বটে।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ৩ ওভারে মাত্র ১৩ রান; হাতে ছিল ৫ উইকেট। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হয়নি বিপিএলের গতবারের রানার্সআপ দল। বরং শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ বাঁচায় আপাতত দৃষ্টিতে। অবশ্য সুপার ওভারে গিয়ে ঠিকই হারতে হয়েছে তাদের।
সুপার ওভারে আগে ব্যাট করে ১২ রান তুলতে সক্ষম হয় রংপুর। জবাব দিতে নেমে ছক্কা মেরেই শুরু করে ইংলিশ ক্লাব হ্যাম্পশায়ার। তবে পরের বলেই বলেই উইকেট হারায় তারা। এতে আবারও জমে ওঠে ম্যাচ। পরপর দুই বলে দুই সিঙ্গেল নিলে শেষ দুই বলে তাদের প্রয়োজন ছিল ৫ রান। তবে পঞ্চম বলেই ছক্কা হাকিয়ে ম্যাচ শেষ করে লিয়াম দাওসান।
তবে এমন ম্যাচে রংপুর রাইডার্স পরাজিত হবে তা হয়তো ভাবতে পারেনি কেউই। কারণ ম্যাচের শেষ ওভারের আগ পর্যন্ত মনে করা হচ্ছিল খুব সহজে ম্যাচ বের করে নিতে পারবে রংপুর। তবে শেষ দিকে একাধিক রান আউটসহ দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় তৈরি হয় নাটকীয়তার। আর এতেই অপ্রত্যাশিত এক ফলাফল নিয়ে টুর্নামেন্ট শুরু করল রংপুর।
এই ম্যাচে জয় নিয়ে আসতে না পারার কারণ হিসেবে নিঃসন্দেহে বলা হবে ফিনিশিং ব্যর্থতার কথা। কেননা শেষ চার ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল মাত্র ১৭ রান এবং হাতে ছিল ৬ উইকেট। এমন ম্যাচে পরাজয় হয়তো কেউ ভাবতে না। তবে শেষ সেই চার ওভারে কোন বাউন্ডারি হাকাতে পারেনি রংপুর। শেষ ওভারে ক্রিজে এসে কেবল পরাজয় এড়িয়েছেন রিশাদ হোসেন।
আরও পড়ুন:
» সাকিবের বাংলা টাইগার্সের ম্যাচসহ আজকের খেলা (২৮ নভেম্বর ২৪)
» সাকিব-মুস্তাফিজরা আইপিএলে দল না পাওয়ার কারণ জানাল বিসিবি
এর আগে প্রথম ইনিংসের বোলিংয়ে অল্প রানেই প্রতিপক্ষ হ্যাম্পশায়ারকে বেধে রেখেছিল রংপুর। এরপর জবাব দিতে নেমেও ভালো শুরু করেছিল নুরুল হাসান সোহানের দল। সৌম্য ওপেনিংয়ে খেলেছিলেন ২০ বলে ২৭ রানের। মাঝে সোহান ও খুশদিল শাহর ব্যাটে জয়ের পথেই ছিল তারা। তবে শেষটা করতে পারেনি কেউ।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন ক্লাব নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই গ্লোবাল টুর্নামেন্ট। যেখানে গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলার আগ্রহ না দেখানোয় সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে গিয়ে শুরুটা আশানুরূপ করতে পারেনি তারা।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৪/এফএএস