ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে গতকাল নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে সফরকারীদের হারিয়েছিল সাবিনা খাতুনরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই স্কোয়াডে যুক্ত হলেন আরেক নারী ক্রিকেটার।
এর আগেই ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি। এবার কোন ক্রিকেটার স্কোয়াড থেকে বাদ না পরলেও দলে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। এর আগে সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি। দিলারাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি ।
সংক্ষিপ্ত ফরমেটের টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেললেও ওয়ানডেতে সুযোগ পেয়েছেন কেবল ২ ম্যাচে। যার মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এক ইনিংস। এবার আরও একবার ওয়ানডে ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন রংপুর থেকে উঠে আসা এই ক্রিকেটার।
আরও পড়ুন:
» ২৫ বলে ১৭ রানের সমীকরণে ব্যর্থ, যা বললেন অধিনায়ক সোহান
» নাম, জন্মদিন, জন্মস্থান– সবই এক! ক্রিকেট বিশ্বে অবাক করা ঘটনা
তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে খেলানো হবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বর্তমানে বাংলাদেশ নারী দলের উইকেট কিপার হিসেবে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই পরবর্তী দুই ম্যাচে দলে সুযোগ পাবেন কিনা, আর পেলেও উইকেট কিপিং করবেন কিনা তা সময় বলে দেবে। তবে পরিকল্পনায় না থাকলে সিরিজের মাঝপথে তাকে অন্তর্ভুক্ত করা হতো না দলে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, তাজ নেহার, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এফএএস