Connect with us
ফুটবল

নতুন রেকর্ডের মালিক হলেন লামিনে ইয়ামাল

Lamine Yamal
লামিনে ইয়ামাল। ছবি- সংগৃহীত

বয়স মাত্র ১৭ বছর ৪ মাস। এরই মাঝে ফুটবল বিশ্বে নিজের জাত চিনিয়েছেন বহুবার। জিতেছেন ইউরো শিরোপাসহ বহু পুরস্কার। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি পুরস্কার। ইতালির ক্রীড়া গণমাধ্যম টাট্টোস্পোর্টসের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইয়ামাল নিজের দখলে নিলেন এই পুরস্কার।

মূলত ২১ বছরের কম বয়সী ফুটবলারদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। জুরিদের দেওয়া ভোটের ভিত্তিতে নির্বাচিত করা হয় ‘গোল্ডেন বয়’ নামক পুরস্কার বিজয়ীর নাম। এবারও সেভাবেই নির্বাচিত করা হয়েছে ইয়ামালকে।

এবার জুরিদের দেওয়া ভোটের মধ্যে ৫০০ পয়েন্ট ছিল। যেখানে ৪৮৮ পয়েন্ট নিয়ে পুরস্কার জিতে নেন এই বার্সেলোনা তারকা।

টাট্টোস্পোর্টসের ভাষ্যমতে, ‘এবারের প্রতিযোগিতায় ইউরোপের ৫০ টি গণমাধ্যম প্রতিনিধি ভোট দিয়েছেন। যেখানে সবাই তাদের পছন্দের ফুটবলার নির্বাচন করতে পারবেন ১০ পয়েন্টের ভিত্তিতে। ফলে এবার মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৫০০। এবারের প্রতিযোগিতায় বেশিরভাগ গণমাধ্যম জুরি নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে লামিনে ইয়ামালকে পছন্দ করেছে। ফলে ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন তিনি।’

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল রিয়াল, ১৫ বছর পর লিভারপুলের কাছে হার

» সিরিজ চলাকালেই বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হলেন নতুন ক্রিকেটার 

ইতালিতে অনুষ্ঠিত হওয়া এবারের প্রতিযোগিতায় ইয়ামালের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন আর্দা গুলার, স্যাবিনিও, এনদ্রিক, কোবি মাইনু, আলেহান্দ্রো গারনাচো ও পাউ কুবারসি।

সাধারণত ইউরোপের মূলধারার শীর্ষ গণমাধ্যমগুলোর ক্রীড়া বিভাগের উদ্যোগে এই ‘গোল্ডেন বয়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। যেখানে ইংল্যান্ডের দ্য টাইমস, সুইজারল্যান্ডের ব্লিক, পর্তুগালের এ বোলা, ফ্রান্সের লেকিপ, জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভোর মতো বিশ্বসেরা ক্রীড়া গণমাধ্যমগুলো ভোট দিয়ে থাকে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এখানে প্রতিটি প্রতিনিধি তাঁদের পছন্দের ১ নম্বর খেলোয়াড়ের জন্য ১০ পয়েন্ট, ২ নম্বর খেলোয়াড় পাবেন ৭ পয়েন্ট। এছাড়াও ৩, ৪ ও ৫ নম্বর খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকবে যথাক্রমে ৫, ৩ ও ১ পয়েন্ট।

উল্লেখ্য যে, সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেও বার্সা ও স্পেনের খেলোয়াড়দের মধ্য পাওয়া তালিকায় ইয়ামালের অবস্থান চতুর্থ। ২০০৫ সালে বার্সেলোনার হয়ে প্রথম ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেন লিওনেল মেসি। এছাড়াও স্পেনের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে প্রথম ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেন সেস্ক ফ্যাব্রেগাস। ২০০৬ সালে এই পুরস্কার জিতেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল