Connect with us
ক্রিকেট

টি-টেন ম্যাচে ‘টেস্ট’ খেললেন সাকিব, হারলো দল

Shakib Al Hasan_BT
টি-টেন লিগে সাকিবের বাজে ব্যাটিংয়ের পর হেরেছে দল। ছবি- সংগৃহীত

টি-টেন ম্যাচে মানেই ব্যাটারদের ঝোড়ো ইনিংস এবং রানের বন্যা। ১০ ওভারের এই ম্যাচে দুইশোর উপরে স্ট্রাইক রেটকে আদর্শ হিসেবে ধরা হয়। রানের চেয়ে বেশি বল খেলা কিংবা দেড়শো স্ট্রাইক রেটের নিচে ব্যাট করা টি-টেন সুলভ নয়।

এবার টি-টেন লিগে একশোর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করে এক ‘টেস্ট’ সুলভ ইনিংস খেলেছেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি তার দলও হেরেছে বেশ বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে ডেক্কান গ্যালাডিয়েটর্সের মুখোমুখি হয় বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করে সাকিবের ধীরগতির ইনিংসের পর ১০ ওভারে ৬ উইকেটে ৭২ রান তুলেছে বাংলা টাইগার্স। জবাবে মাত্র ৫.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডেক্কান গ্যালাডিয়েটর্স।

আরও পড়ুন:

» এনসিএল টি-২০ : মিরপুরকে বাদ দিয়ে ভেন্যু নির্ধারণ

» শান্ত-মুশফিকের পর এবার হৃদয়কে ঘিরে দুঃসংবাদ 

এদিন ব্যাট হাতে ৬৮.১৮ স্ট্রাইক রেটে ২২ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন সাকিব। শুধু সাকিবই নন, অপরপ্রান্তে থাকা ইফতিখার আহমেদও ধীরগতির ইনিংস খেলেছেন। এই পাকিস্তানি ব্যাটার ১৫ বলে করেন ১৯ রান, যা টি-টেন সুলভ নয়। তবে এটিই ছিল দলের হয়ে সর্বোচ্চ রান।

এদিনে বোলিংয়ে কেবল ১বল করার সুযোগ পেয়েছেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসলে তার প্রথম বলে ছয় মেরে ম্যাচটি জিতে নেয় ডেক্কান। দলটির হয়ে নিকোলাস পুরান ১৩ বলে ৩৬ এবং জস বাটলার ১৩ বলে ২৯ রান করেছেন।

এর আগে টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলা টাইগার্স। পরবর্তীতে টানা দুই জয় নিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিব আল হাসানের দল। তবে আবারো টানা দুই ম্যাচসহ মোট চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছেন সাকিবরা। আগামী নিজেদের শেষ ম্যাচে ইউপি নবাবের বিপক্ষে মাঠে নামবে দলটি।

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট