Connect with us
ফুটবল

ফিফা বর্ষসেরার মনোনয়নে মেসি, তালিকায় আছেন ভিনি-রদ্রিরাও

Messi, Rodri and Vinicius junior
মেসি, রদ্রি এবং ভিনিসিয়ুস। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মনে করা হয় লিওনেল মেসিকে। তার হাত ধরেই দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে গেল কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এখনও জাতীয় দলের হয়ে ছুটে চলেছেন পুরো দমে। ক্লাব ফুটবলেও দেখাচ্ছেন দাপট। এবার ফিফার বর্ষসেরা ফুটবলারদের মনোনয়ন তালিকায়ও নাম এসেছে তার।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা– ফিফা পারফরম্যান্সের বিচারে প্রতিবছর বর্ষসেরা ফুটবলার নির্বাচন করে থাকে। তার আগে সেই পুরস্কারের দাবিদার ফুটবলারদের নিয়ে একটি শর্ট লিস্টের মাধ্যমে মনোনয়ন দেয়া হয়। যেখান থেকে সেরা ফুটবলার নির্বাচন করা হয়। গতকাল রাতে ফিফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবারের ‘দ্য বেস্ট ২০২৪’ পুরস্কারের মনোনয়ন তালিকা।

ফিফার প্রকাশিত এই তালিকায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছাড়াও রয়েছেন সদ্য ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ ফুটবলার রদ্রি। এছাড়াও ব্যালন ডি’অর জয়ের পথে রদ্রির অন্যতম প্রতিযোগী ভিনিসিয়ুস জুনিয়রও আছেন ফিফার এই তালিকায়। আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে একজন করে ফুটবলার এই তালিকায় জায়গা পেলেও স্পেন থেকে আছেন তিনজন।

রদ্রি ছাড়াও সেখানে আছেন দুই স্প্যানিশ ফুটবলার দানি কারভাহাল ও তরুণ তুর্কী লামিনে ইয়ামাল। জার্মানি হতে মনোনয়ন পেয়েছেন দুই ফুটবলার– টনি ক্রুস ও ফ্লোরিয়ান উইর্টজ। ফ্রান্স থেকে আছেন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং ইংল্যান্ড থেকে নাম উঠেছে জুড বেলিংহামের। এছাড়া নরওয়ের আর্লিং হালান্ড ও উরুগুয়ের ফেডরিকো ভালভারদে আছেন এই তালিকায়।

আরও পড়ুন:

» যুব এশিয়া কাপে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

» নাম, জন্মদিন, জন্মস্থান– সবই এক! ক্রিকেট বিশ্বে অবাক করা ঘটনা

সব মিলিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন তালিকায় আছেন ১১ খেলোয়াড়। এর আগে গত বছর ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লিওনেল মেসি। এবার আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় ও ইন্টার মায়ামির হয়ে সাপোর্টারস শিল্ড জিতেছেন এই আর্জেন্টাইন তারকা। আর এমন অর্জন ও পারফরমেন্স বিচারে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল