ঢাকার রাস্তায় পা রাখলে সবার প্রথমে যে বাহনটি চোখে পড়বে সেটা হলো রিকশা। তিন চাকার এই মানব বাহনটি ঢাকার ঐতিহ্যকে ধারণ করে। এমনকি ঢাকাকে বিশ্বের রিকশার নগরীও বলা হয়। এবার এই ঐতিহ্যবাহী বাহনে চড়ার অভিজ্ঞতা অর্জন করলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা।
শুক্রবার (২৯ নভেম্বর) মিরপুরের রাস্তায় রিকশায় চড়েন আইরিশ মেয়েরা। এমনকি কেউ কেউ রিকশা চালিয়েছেনও।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ড নারী দল। গত বুধবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আগামীকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন:
» বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দিন প্রকাশ করল বিসিবি
» দ্বিতীয় টেস্টে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ রক্ষার এই ম্যাচের আগে আজ মিরপুরে অনুশীলন করেছেন সারা ফোর্বস-গ্যাভি লুইসরা। দুপুর আড়াইটায় তাদের অনুশীলন শুরু হলেও তার ঠিক আগেই এই অন্যরকম অভিজ্ঞতা অর্জন করেন তারা। রিকশায় চড়ে শেরেবাংলা স্টেডিয়ামের পাশে ঘুরেন তারা।
এসময় বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আইরিশ মেয়েদের। তারা সবাই বেশ মজা পেয়েছেন রিকশায় চড়ে। এমনকি কেউ কেউ বসে পড়েন রিকশাচালকের সিটে এবং রিকশা চালানোর অভিজ্ঞতাও অর্জন। এসময় রিকশাচালকদের সঙ্গে ছবিও তুলেছেন তারা।
মূলত নারীদের নতুন এক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা বেশ উপভোগ করেছে সফরকারী দলটি।
আগামীকাল (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মিরপুরে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/বিটি