সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আফগান যুবাদের ৪৫ রানে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৭.৫ ওভারে ১৮৩ রান তুলে গুটিয়ে যায় আফগানিস্তান।
এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় যুবা টাইগাররা। রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। তবে আরেক ওপেনার কালাম সিদ্দিকি আলিন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
এই জুটিতে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি স্পর্শ করেন উভয়েই। তবে তিন সংখ্যার ঘরে যাওয়ার পথে হোঁচট খান কালাম। ১৪৫ রানের মাথায় আল্লাহ মোহাম্মদ গাজানফারের তার উইকেট তুলে নিলে ভেঙে যায় ১৪২ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ১১০ বলে ৬৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন এই ওপেনার।
আরও পড়ুন:
» উইকেটরক্ষকসহ ১১ জন দিয়ে বোলিং করিয়ে নতুন ইতিহাস
» মিরপুরে রিকশায় চড়লেন আইরিশ নারী ক্রিকেটাররা
তবে কালাম ব্যর্থ হলেও আজিজুল তিন সংখ্যার মাইলফলকে পৌঁছাতে ভুল করেননি। ৯৭ রানের পর ছক্কা হাকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন যুবদলের কাপ্তান। যদিও পরের বলেই ফিরে যান তিনি। ৮ চার ও ৪ ছয়ের মারে ১৩৩ বলে ১০৩ রানের ইনিংসটি সাজান এই ব্যাটার।
আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন আব্দুল আজিজ, নসরতউল্লাহ নূরিস্তানি ও খাতির স্তানিকজাই। এছাড়া ১টি করে উইকেটের দেখা পেয়েছেন গাজানফার ও নাসির খান।
কালাম-আজিজুলরা চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দেওয়ার পর বল হাতে তাণ্ডব চালান বাংলাদেশের পেসাররা। তিন পেসারা মিলে শিকার করেন ৮ উইকেট। যার মধ্যে আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন সমান ৩টি করে উইকেট শিকার করেন। বাকি দুটি উইকেট নেন গত আসরে এশিয়া কাপ জেতা মারুফ মৃধা। এছাড়া ১টি উইকেট পেয়েছেন স্পিনার রাফিউজ্জামান রাফি।
এদিন ২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে যথাক্রমে ৪৫ ও ৫০ রান যোগ করে আফগান ব্যাটাররা। তবে ১৩৭ রানের মাথায় চতুর্থ উইকেট পতনের পর আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। পরবর্তী ৪৬ রানের মধ্যে বাকি ৬ উইকেট তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমদজাই। এছাড়া নাসির খান মারুফখিল ৩৪ এবং বারাকাতউল্লাহ ইব্রাহিমজাইয়ের ব্যাট থেকে আসে ১৯ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২২৮/৯ (৫০ ওভার)
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ১৮৩/১০ (৪৭.৫ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৪৫ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/বিটি