Connect with us
ক্রিকেট

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে শনিবার মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh to play on Saturday with the aim of equalizing the series
জ্যামাইকায় জয় নিয়ে সিরিজে সমতা ফেরাতে চান মিরাজরা। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বোলাররা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করলেও ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। যার ফলে অ্যান্টিগায় বাজেভাবে হারতে হয়েছে টাইগারদের। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে জয় নিয়ে সিরিজে সমতা ফেরাতে চায় মেহেদি হাসান মিরাজরা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নতুন নয়। এর আগেও ব্যাটিংয়ের কারণে ভুগেছে দল। তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের কারণে অনেকটা বেশিই ভুগছে টাইগাররা। বিশেষ করে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। যার প্রতিচ্ছবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দেখা গেছে।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৩২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ২০১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। মিরাজ এই হারের কারণ হিসেবে দলের খারাপ ব্যাটিংকে দায়ী করেন। যদিও তিনি মনে করেন, ম্যাচে এমন ঘটনা ঘটা স্বাভাবিক। তবে সবশেষ সিরিজগুলোতে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা।

আরও পড়ুন:

» ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনিশ্চিত সাকিব

» আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের 

তবে প্রথম টেস্টের ভুলগুলো শুধরে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টাইগাররা। এ প্রসঙ্গে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘প্রথম টেস্টে আমরা যেসব ভুল করেছি সেগুলো চিহ্নিত করেছি। আমাদেরকে আরো শক্তিশালী রূপে ফিরতে হবে। এ নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আশা করছি দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবো।’

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ ২০০৯ সালে টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। ইতিহাসগড়া সেই সিরিজে স্বাগতিকদের ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল সাকিবরা। এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে আরো ১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ঘরের মাঠে ৮ টেস্টে ২ জয় ও ১ ড্রয়ের বিপরীতে ৫টিতে হেরেছে টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ ৭ টেস্টের সবগুলোতেই হেরেছে সফরকারী দলটি।

আগামীকাল (শনিবার) জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ১৫ বছর পর ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট জয় তুলে নেওয়ার সুযোগ টাইগারদের সামনে।

ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট