Connect with us
ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

Bangladesh Women wins series against Ireland
দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। ছবি- বিসিবি

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। আজ শনিবার (৩০ নভেম্বর) সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৩৭ বল ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ১৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন সুপ্তাকে নিয়ে এগিয়ে যান ফারজানা হক পিংকি। এরপর টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন এই ওপেনার।

আরও পড়ুন:

» ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির দায়ে তিন প্রোটিয়া ক্রিকেটার গ্রেফতার

» শেকড় ভুলে যাননি চেলসি তারকা, নিজ কাধে টানছেন আলু-পেঁয়াজ 

তবে মাইলফলকে পৌঁছেই পতন হয় ফারজানা। এতে ভেঙে যায় ৮৫ রানের জুটি। ৮৯ বলে ৫০ রানের এক ইনিংস খেলে ফেরেন এই ব্যাটার। তবে ফারজানার পরেই প্যাভিলিয়নের পথ ধরেন শারমিন। আগের ম্যাচে ৯৬ রান করা এই ব্যাটার আজ ৪৩ রান করে ফিরে গেছেন।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা সোবহানা মুস্তারিও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১২৯ রানের মাথায় ফিরে যান এই মিডল অর্ডার ব্যাটার (১৬)। পরবর্তীতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির স্বর্ণা আক্তারকে নিয়ে দ্রুতগতিতে রান তুলে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। শেষদিকে জ্যোতি ফিরে গেলেও স্বর্ণা জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। জ্যোতি ৩৯ বলে ৪০ করে ফেরেন এবং শর্না ২৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন।

Nigar Sultana Joty_MOTM

জয়সূচক ৪০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা জ্যোতি। ছবি- বিসিবি

আয়ারল্যান্ডের পক্ষে লরা ডেলানি সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি করে উইকেটের দেখা পেয়েছেন আর্লিন কেলি, আভা ক্যানিং ও ওরলা প্রেন্ডারগাস্ট।

এর আগের ব্যাটিংয়ে নেমে অ্যামি হান্টারের ৬৮, ওরলার ৩৭, লরার ৩৩ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিওতে ১৯৩ রানের পুঁজি পায় সফরকারী মেয়েরা। বাংলাদেশের পক্ষে বল হাতে আজও আলো ছড়িয়েছেন সুলতানা খাতুন। আগের ম্যাচে ৩ উইকেট শিকার করা এই স্পিনার আজ ২টি উইকেট পেয়েছেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড : ১৯৩/৬ (৫০ ওভার)
বাংলাদেশ : ১৯৭/৫ (৪৩.৫ ওভার)
ফলাফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : নিগার সুলতানা জ্যোতি

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট