Connect with us
ক্রিকেট

ভারতকে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

Pakistan starts Asia Cup by defeating India
ভারতের বিপক্ষে ৪৩ রানে জয় পেয়েছে পাকিস্তানের যুবারা। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গতকাল পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এ ম্যাচে ভারতকে ৪৩ রানে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা করেছে পাকিস্তানের যুবারা। এ নিয়ে টুর্নামেন্টটির সর্বশেষ তিন আসরেই গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছে বাবর-রিজওয়ানদের উত্তরসূরীরা।

আজ শনিবার (৩০ নভেম্বর) দুবাইয়ে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৪৭.১ ওভারে ২৩৮ রান তুলে অলআউট হয়ে যায় ভারত।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে বড় লক্ষ্য বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৬০ রান যোগ করেন উসমান খান জুনিয়র ও সাহজাইব খান। উসমান ৯৪ বলে ৬০ রান করে ফিরে যান।

উসমান ফিরে গেলেও অপরপ্রান্তে শতরানের মাইলফলক স্পর্শ করতে ভুল করেননি সাহজাইব। একই সঙ্গে দেড়শ রানের মাইলফলকও স্পর্শ করেন এই তরুণ। এরপর ১৫৯ রানে থামে তার এই দুর্দান্ত ইনিংস। ১৪৭ বলে ৫ চার ও ১০ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন এই ওপেনার।

আরও পড়ুন:

» টানা তিন হারে টি-টেন লিগ থেকে সাকিবদের বিদায়

» প্রথম কিউই ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের অনন্য রেকর্ড 

এছাড়া মোহাম্মদ রিয়াজউল্লাহর ২৭ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৮১ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। ভারতের পক্ষে সমর্থ নাগরাজ ৩টি এবং আয়ুশ মাহাত্রে ২টি উইকেট শিকার করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন আয়ুশ মাহাত্রে। তবে অপরপ্রান্তে ৯ বলে ১ রান করে ফিরে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দল পাওয়া বৈভব সূর্যবংশী। এরপর তার দেখানো পথেই হাটেন মাহাত্রে। ১৪ বলে ২০ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। পঞ্চম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫৩ রানের জুটি গড়েন নিখিল কুমার ও কিরণ চোরমলে। এছাড়া ষষ্ঠ উইকেট জুটি থেকে আসে ৪০ রান। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। যার ফলে শেষ পর্যন্ত হার সঙ্গী হয়েছে দলটির।

ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন নিখিল কুমার। এছাড়া মোহাম্মদ এনান ৩০ এবং হরবংশ পাঙ্গালিয়া ২৬ রান করেছেন। পাকিস্তানের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন আলী রাজা। ৯ ওভারে ১ মেডেনসহ ৩৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন পেসার। এছাড়া আব্দুল সুবহান ও ফাহাম উল হক সমান ২টি করে উইকেটের দেখা পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ২৮১/৭ (৫০ ওভার)
ভারত অনূর্ধ্ব-১৯ : ২৩৮/১০ (৪৭.১ ওভার)
ফলাফল : পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ৪৩ রানে জয়ী
ম্যাচসেরা : সাহজাইব খান

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট