Connect with us
হকি

চীনের সঙ্গে ড্র, স্বপ্ন জয়ের পথে বাংলাদেশ

China vs Bangladesh Men’s Junior Asia Cup Muscat, Oman 2024
চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

হকিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তেমন সাফল্য নেই বললেই চলে। এমনকি বিশ্বকাপ খেলার সুযোগও কখনো পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার যেন সেই স্বপ্ন নিজে এসে ধরা দিচ্ছে যুবাদের ডেরায়। ওমানের মাসকাটে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকিতে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বপ্ন জয়ের পথে বাংলাদেশ।

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে গেছে টিম বাংলাদেশ।

এদিকে ওমানের মাটিতে চলমান এশিয়ান হকির আসর বসে গত ২২ নভেম্বর। ১০ দলের এই টুর্নামেন্টে বি-গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে দলের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। তবে পরের ম্যাচেই পাকিস্তানের সামনে হোচট খায় বাংলাদেশ হকি দল। ৬-০ গোলে লজ্জার হার সঙ্গী হয় দলের। গতকাল শনিবার গ্রুপ তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করলে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।


আরও পড়ুন :

» ইউরোপে আম্পায়ারিংয়ের ডাক পেয়েছে বাংলাদেশের লাকী

» যে অভিযোগ দিয়ে পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন ডাচ কোচ

» বিপিএল’কে সারাদেশে ছড়িয়ে দিতে চাই : বিসিবি সভাপতি


এর একদিন পরই আজ চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে গোল দুটি পায় দুদল।

চীনের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে লিড এনে দেন তৈয়ব আলী। এরপরই পাল্টা গোল করে সমতায় ফেরে চীন। তবে শেষ মুহূর্তে মাত্র ৫ মিনিট আগে পেনাল্টি স্ট্রোক থেকে গোল পাননি বাংলাদেশের আমিরুল। এটি গোল হলে শেষ হাসিটা বাংলাদেশই হাসতো।

China vs Bangladesh Men’s Junior Asia Cup

ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মেহরাব হোসেন। ছবি- সংগৃহীত

এদিকে গ্রুপ পর্ব শেষে চার ম্যাচে বাংলাদেশের ঝুলিতে জমা ৫ পয়েন্ট। এতে টেবিলের তিন নম্বর দল হয়েছে বাংলাদেশ। শীর্ষ দুইয়ে আছে পাকিস্তান ও মালয়েশিয়া। চার পয়েন্ট নিয়ে টেবিলে বাংলাদেশের পরেই চীন। আর গ্রুপ পর্বে সবকটি ম্যাচ হেরে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে স্বাগতিক ওমান। এই আসরে বাংলাদেশের সামনে এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ বাকি।

এই আসরে স্থান নির্ধারণীতে পরবর্তী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দলটিকে হারাতে পারলে যুব হকি বিশ্বকাপে পঞ্চম দল হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। মোট সাত দল নিয়ে পর্দা উঠবে বিশ্ব এ আসরের। ইতোমধ্যে স্বাগতিক কোটা ছাড়াই বিশ্বকাপে খেলার সুযোগ অর্জন করেছে ভারত।

বাংলাদেশ কোচ মওদুদুর রহমান শুভ সংবাদ মাধ্যমকে বলেন, থাইল্যান্ড কঠিন দল, তবে আমরা হাল ছাড়ছি না। পঞ্চম দল হয়ে বিশ্বকাপটা খেলতে যেতে চাই। দেখা যাক কি হয়।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি