Connect with us
ক্রিকেট

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, দিতে হলো পরীক্ষা

Shakib gave a test for his bowling action
সারের জার্সিতে সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে টেস্ট সিরিজে খেলার পর থেকে দেশের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। তবে দেশে বিদেশে বিভিন্ন লিগ টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন তিনি। তবে ভারত সিরিজের আগে গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। যেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। যা তার গোটা ক্যারিয়ারেই প্রথম।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ওই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার। এবার সেই সন্দেহ দূর করতে সাকিবকে দিতে হলো বোলিং অ্যাকশনের পরীক্ষা।

দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি এর আগে। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। যার ফলে গতকাল সোমবার ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং টেস্ট দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

আরও পড়ুন:

» রচিত হলো ইতিহাস, বাংলাদেশ খেলবে হকি বিশ্বকাপ

» ভারত-পাকিস্তান দ্বৈরথ, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিসিবির নতুন চাওয়া 

এই টেস্ট দিতে গিয়ে সেখানকার এক্সপার্টদের সামনে সাকিবকে ৪ ওভার বল করতে হয়েছে। যদিও সাকিব নিজের ওপর আত্মবিশ্বাসী। তিনি মনে করেন যে তাঁর বোলিংয়ে কোনো ভুল ধরা পড়বে না।

মূলত বোলিং অ্যাকশন নিয়ে কোনো সন্দেহ থাকলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে থাকা টুর্নামেন্টগুলোতে অংশ নিতে হলে সকল বোলারদের নিজেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র নিতে হয়। সেই ধারাবাহিকতায় সাকিবকেও ইসিবি অনুমোদিত লাফবরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হয়েছে।

যদিও বিশেষজ্ঞদের ধারণা সাকিবের আঙুলের চোটের কারণে সম্ভবত বোলিং অ্যাকশনে কিছুটা সমস্যা হচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তান সিরিজের পর গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৬৩ ওভার বল করে ৯ উইকেট নেন এই স্পিনার। ওই ম্যাচেই মূলত সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট