ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনটা ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে চালকের আসনে থাকা স্বাগতিকদের অল্প রানেই আটকে দেন নাহিদ রানা-তাসকিন আহমেদরা। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারী দলটি। এতে প্রথম ইনিংসের ১৮ রানের লিডসহ বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ২১১ রান।
তবে ৫ উইকেট পড়লেও দ্বিতীয় ইনিংসে এখনো ব্যাটিংয়ে নামেননি মুমিনুল হক। দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতে এই সিরিজে তিনে ব্যাট করেছেন মুমিনুল।
তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিনে ব্যাট করেছেন শাহাদাত হোসেন দীপু। এরপর চারেও নামেননি মুমিনুল। সেখানে খেলেছেন মেহেদি হাসান মিরাজ। এরপর লিটন এবং দিনের শেষদিকে পাঁচ উইকেট পতনের পর ক্রিজে আসেন তাইজুল ইসলাম। ফলে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা হয়নি এই টপ অর্ডার ব্যাটারের। এছাড়া ফিল্ডিংয়েও অনুপস্থিত ছিলেন এই তারকা।
আরও পড়ুন:
» সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, দিতে হলো পরীক্ষা
» ক্যারিয়ার সেরা বোলিং করে নাহিদ রানা বললেন ‘আলহামদুলিল্লাহ’
পরবর্তীতে ক্রিকইনফোর ম্যাচ বিবরণীতে জানা যায়, অসুস্থ থাকার কারণে ব্যাটিংয়ে আসেননি মুমিনুল।ধারাভাষ্যকাররাও একই কথা বলছিলেন। এছাড়া টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন না মুমিনুল, যে কারণে প্যাড আপ করে থাকা সত্ত্বেও লিটনের আউটের পর ক্রিজে আসেন তাইজুল।
মুমিনুলের কতটা অসুস্থ এ বিষয়ে টিম ম্যানেজমেন্টে থেকে কিছু জানানো হয়নি। তাছাড়া মুমিনুলের কোনো ইনজুরি শঙ্কাও নেই । সেক্ষেত্রে একদিন বিরতির পর তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি।
জ্যামাইকায় তৃতীয় দিনের খেলা শেষে মাঠে অপরাজিত আছেন জাকের আলী ও তাইজুল ইসলাম। আজ তারা চতুর্থ দিনের খেলা শুরু করবেন। এদিন কোনো উইকেটের পতন হলে মুমিনুলের ব্যাটিংয়ে নামার সম্ভাবনাই বেশি।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/বিটি