Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশের মেয়েরা

Bangladesh women's team receives good news from ICC
আইসিসি থেকে সুখবর পেয়েছেন রাবেয়া-জ্যোতিরা। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আইরিশদের এমন নাস্তানাবুদ করার সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই ব্যাটার ফারজানা হক পিংকি এবং শারমিন আক্তার সুপ্তা। এছাড়া বোলিংয়ে বড় অবদান রেখেছেন নাহিদা আক্তার। মেয়েদের এমন পারফরম্যান্স এবার প্রভার ফেলেছে তাঁদের র‍্যাঙ্কিংয়েও।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা বাংলাদেশের মেয়েদের জন্য বয়ে এনেছে সুসংবাদ। আইসিসির এবারের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে অবস্থানে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। ৩ ধাপ এগিয়ে মেয়েদের বোলিং র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছেন এই স্পিনার। এর আগে গত মার্চে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে প্রথম বাংলাদেশি নারী বোলার হিসেবে সেরা দশে জায়গা পান ২৪ বছর বয়সী নাহিদা।

লম্বা লাফ দিয়েছেন সিরিজের সেরা বোলার সুলতানা খাতুনও। আয়ারল্যান্ড সিরিজে নিয়েছেন সর্বোচ্চ ৭ উইকেট। এবার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩১ নম্বরে। এছাড়া উন্নতি হয়েছে লেগ স্পিনার রাবেয়া খাতুনেরও। ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০ নম্বরে।

অন্যদিকে উন্নতি হয়েছে ফাহিমা খাতুন এবং মারুফা আক্তারেরও। ১০ এগিয়ে ৫৭ নম্বরে ফাহিমা এবং ১৩ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে অবস্থান করছেন মারুফা।

আরও পড়ুন:

» কেন ব্যাটিংয়ে নামেননি মুমিনুল, আজ কি খেলবেন?

» এবার সতীর্থের থেকে মজার উপাধি পেলেন এমবাপ্পে 

তবে নারীদের বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ জনের তালিকায় আসেনি কোনো পরিবর্তন। ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন ইংলিশ বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।

এদিকে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও এসেছে বড় পরিবর্তন। দেড় বছর পর দলে ফিরে ২১১ রান করেছেন শারমিন আক্তার সুপ্তা। যার প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৪৩ নম্বর স্থানে।

অন্যদিকে তিন ম্যাচের তিনটাতেই হাফ সেঞ্চুরিসহ পুরো সিরিজে ১৭২ রান করেছেন ফারজানা হক পিংকি। ফলস্বরূপ ৬ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। এছাড়াও উন্নতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটারা। অন্যদিকে ১২ ধাপ এগিয়ে ৯২ তম স্থানে অবস্থান করছেন সোবহানা মোস্তারি।

মেয়েদের ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ তে আসেনি কোনো পরিবর্তন। ৭৬০ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ডের ব্যাটার নাট সিভার-ব্রান্ট।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট