চলমান যুব এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে আগেই সেমির জায়গা অনেকটা নিশ্চিত ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল শীর্ষস্থান দখলের লড়াই। তবে এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও ৭ রানে হেরেছে আজিজুল হাকিম তামিমের দল। এতে ‘বি’ গ্রুপের রানারআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে যুবা টাইগারদের।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪৯.৩ ওভার খেলে ২২১ তুলে গুটিয়ে যায় বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৫২ রান যোগ করেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি অ্যালিন। তবে আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো কালাম আজ ২৪ রান করেই সাজঘরে ফেরেন।
এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও মোহাম্মদ শিহাব জেমসও বেশিক্ষণ টিকতে পারেননি। আজিজুল ৮ ও শিহাব ৬ রান করে ফেরেন৷ তবে একপ্রান্ত আগলে খেলতে থাকেন কালাম। চতুর্থ উইকেটে তাকে যোগ্য সঙ্গ দেন দেভাশীষ সরকার। তবে নব্বইয়ের ঘরে গিয়ে কালাম ফিরে গেলে ভেঙে যায় ৭৪ রানের জুটি। কালাম সেঞ্চুরি মিস করে ৯৪ রানে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:
» জ্যামাইকায় কত রানের টার্গেট নিরাপদ, পরিসংখ্যান কি বলছে?
» আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশের মেয়েরা
কালামের দেখানো পথে হাঁটেন দেভাশীষও। ৩১ রানে ফিরে যান এই মিডল অর্ডার ব্যাটার। এরপরই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। শেষদিকে ফরিদ হাসান ফয়সালের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে তারা। তবে অপরপ্রান্তে একের পর এক উইকেট পতনের পর ম্যাচ গড়ায় শেষ ওভারে।
শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১০ রান, হাতে ছিল ১ উইকেট। তবে ফয়সাল স্ট্রাইকে যেতে তৃতীয় বলে রান নিতে গিয়ে রানআউটের শিকার হন। এতে ৭ রানে হার নিশ্চিত হয় বাংলাদেশের। ২৯ বলে ২৪ রানের এক লড়াকু ইনিংস খেলেন ফয়সাল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন বিহাস থিউইমিকা।
এর আগে বোলিংয়ে নেমে শুরুতেই লঙ্কানদের চাপে ফেলে দেয় টাইগার যুবারা। দলীয় ৩৬ রানেই ৩ উইকেট তুলে নেন আল ফাহাদ-ইকবাল ইমনরা। এরপর একপ্রান্ত আগলে খেলতে থাকেন বিমথ দিনসারা। তবে অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।
শেষ পর্যন্ত সেঞ্চুরিতে তুলে নেন বিমথ। শেষদিকে ফাহাদের বলে আউটের আগে তার ব্যাট থেকে আসে ১০৩ রান। এছাড়া অধিনায়ক বিহাস থিউমিকা ২২, লাকভিন আবেসিংহে ২১ এবং বীরান চামুদিথা ২০ রান করেন।
বাংলাদেশের পক্ষে ফাহাদ ৪টি এবং রিজান হোসেন ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি করে উইকেটের দেখা পেয়েছেন ইমন ও রাফিউজ্জামান রাফি।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ : ২২৮/১০ (৪৯.২ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২২১/১০ (৪৯.৩ ওভার)
ফলাফল : শ্রীলঙ্কা ৭ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/বিটি