টানা দুই ম্যাচ হারের পর অবশেষে গ্লোবার সুপার লিগে জয়ের মুখ দেখলো রংপুর রাইডার্স। পাকিস্তানের খুশদিল শাহের ব্যাটিংয়ের পর কামরুল ইসলাম রাব্বীর ম্যাজিক্যাল বোলিংয়ে তৃতীয় ম্যাচে তারা হারিয়েছে তানজিম সাকিবের দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে। এতে করে বিশ্ব টুর্নামেন্টে প্রথম সফলতা পেল দলটি।
প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে টাই হওয়া ম্যাচে সুপার ওভারে হার। আর দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার কাছেও জিততে জিততে ১০ রানে হারের পর গায়ানাকে ১৫ রানে হারিয়ে পয়েন্টের মুখ দেখলো নুরুল হাসান সোহানের দল।
বুধবার (৪ ডিসেম্বর) ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান তোলে রংপুর। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১০২ রান করে অলআউট হয় গায়ানা। রাব্বীর ৩.১ ওভার মোকাবেলা করতে হিমশিম খেয়েছে স্বাগতিক গায়ানা।
আরও পড়ুন:
» বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৫ ডিসেম্বর ২৪)
» বাবা হয়ে সন্তানের জন্য দোয়া চাইলেন মুস্তাফিজুর রহমান
ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটার ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলি ও শিমরন হেটমায়ারকে তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। ফলে ছোট লক্ষ্যও বড় হয়ে দাঁড়ায় গায়ানার। এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ব্যাটারদের আস-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। ৪৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেও দলের হার দেখতে হয় তাকে।
রংপুরের হয়ে মাত্র ৩.১ ওভার হাত ঘুরিয়ে ১৩ রানে ৪ উইকেট শিকার করেন রাব্বি। তাছাড়া ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। একটি করে উইকেট পেয়েছেন রিশাদ ও মাহেদি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ২৭ রানের মাথায় সাজঘরে ফিরে যায় ৫ ব্যাটারা। টপ অর্ডার ব্যর্থতার দিনে হাল ধরেন খুশদিল শাহ। তার ৪৭ বলে ৫৮ রানে লড়াই করার পুঁজি পায় ঢাকার এই টিম। গায়ানার বাংলাদেশি প্রতিনিধি তানজিম হাসান সাকিব ২১ রানে শিকার করেছেন ২ উইকেট। ১৫ রানে ৩ উইকেট পেয়েছেন প্রিটোরিয়াস।
রংপুর ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের চারে। অন্যদিকে গায়ানা ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে তালিকায় দ্বিতীয়, তিন ম্যাচের দুটি জিতে শীর্ষে ভিক্টোরিয়া। লাহোর তিনে এবং সবার নিচে হ্যাম্পশায়ার।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/এজে