Connect with us
ক্রিকেট

পিসিবির নতুন শর্ত, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত

ICC Meeting
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। ছবি- সংগৃহীত

ভারত ও পাকিস্তান দোটানায় ঝুলছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্য। এরই মাঝে বারবার সমস্যা সমাধানের চেষ্টা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কেউ। সবশেষ আলোচনায় পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে রাজি হলেও জুড়ে দিয়েছে কিছু শর্ত। যাতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকাল ৫ টায় বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আজকের সভা। যেখানে সভাপতিত্ব করবেন নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই সভার পরেই হয়ত নির্ধারণ হয়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্য।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে আইসিসিকে বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। যেখানে রয়েছে আইসিসি এবং এসিসির কোনো টুর্নামেন্ট ভারতের মাটিতে হলে সেখানে পাকিস্তান খেলতে যাবে না। বরং নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করতে হবে আইসিসিকে। একইসঙ্গে নিরপেক্ষ ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থাও করতে হবে। যদিও পাকিস্তানের করা এমন আবদার মানতে নারাজ বিসিসিআই।

আরও পড়ুন:

» জয়ের আশা জাগিয়েও পারলো না বাংলাদেশ

» আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের সুপ্তা 

এছাড়া আজকের সভায় নতুন করে তিনটি শর্ত দিতে যাচ্ছে পিসিবি। সেগুলো হলো চ্যাম্পিয়ন ট্রফির আগে সংযুক্ত আরব আমিরাতে ভারত ও পাকিস্তানের সঙ্গে অন্য একটি দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে, পাকিস্তানকে ভারতের সঙ্গে থাকা গ্রুপ থেকে সরিয়ে অন্য গ্রুপে নিতে হবে। যদিও এই দুটি শর্তের একটিতেও ঐকমত্য পোষণ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তবে পাকিস্তানের সর্বশেষ শর্তে রাজি হয়েছে আইসিসি। যে শর্তে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি। যা পূরণ করতে আইসিসির সম্মতিও আছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, হাইব্রিড মডেলে হতে যাওয়া এবারের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ১৫ টি ম্যাচের মধ্যে একটি সেমিফাইনালসহ মোট ৫টি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। বাকি ১০টি ম্যাচ আয়োজন করা হবে পাকিস্তানের মাটিতে।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট