প্রথমবারের মতো ফিফার ক্লাব বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে লিওনেল মেসির বর্তমান দল ইন্টার মায়ামি। এর আগে টুর্নামেন্টের ২০ মৌসুম কেটে গেলেও কখনও এই বৈশ্বিক টুর্নামেন্টে খেলা হয়নি যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির। ৭ দলের পরিবর্তে ৩২ দল নিয়ে আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। যেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মেসির দল।
ক্লাব ফুটবল বিশ্বকাপের শেষ দল হিসেবে আসন্ন এই টুর্নামেন্টে খেলার জন্য টিকিট কেটেছে ইন্টার মায়ামি। আসন্ন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১২ ভেন্যুতে। স্বাগতিক হিসেবে তখনও আরও একটি দল খেলানোর সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের কাছে। আর তাই সম্প্রতি সাপোর্টার সিল্ড জয়ের পর বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টের খেলার সুযোগ পেয়েছে তারা।
আগামী বছরের ১৫ জুন ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ক্লাব বিশ্বকাপ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। গতকাল রাতে জমকালো আয়োজনে উন্মোচন করা হয় ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি ও অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ড্র। যাতে করে নির্ধারণ হয় মেসিদের প্রতিপক্ষ।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ট্রফি রিয়ালের, বার্সেলোনা কত নম্বরে?
» ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : ড্র শেষে কে কার প্রতিপক্ষ?
এবার প্রথমবারের মতো সর্বোচ্চ ৩২ দল নিয়ে আয়োজন হতে যাচ্ছে এই বৈশ্বিক টুর্নামেন্ট। যেখানে চারটি করে দল আলাদা আট গ্রুপে মুখোমুখি হবে। মেসিদের দল ইন্টার মায়ামি পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস, পর্তুগিজ ক্লাব পোর্তো ও মিশরের ক্লাব আল আহলি।
গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল সুযোগ পাবে শেষ ষোলো নকআউট রাউন্ডে খেলার। এরপর জয়ী দলদের নিয়ে কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সর্বশেষ ১৩ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ২০০০ সালে শুরু হওয়া এই ক্লাব বিশ্বকাপ প্রথমবার এতো দীর্ঘ সময় যাবত অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এফএএস