Connect with us
ক্রিকেট

রংপুরের হয়ে ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তায় সৌম্য-রিশাদরা

Soummya-rishad
সৌম্য রিশাদদের জাতীয় দলে ডেকেছে বিসিবি। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজে গায়ানায় বসেছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। পাঁচটি দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি দল নিয়ে বসেছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স। প্রথম আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।

আগামীকাল (শনিবার) ভোর ৫ টায় মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনাল। কিন্তু ইতোমধ্যে রংপুরের ফাইনাল খেলা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। শুরু থেকেই ইনজুরি সমস্যায় জর্জরিত সোহানের দল। এরই মাঝে যুক্ত হলো নতুন সংকট।

মূলত রংপুর রাইডার্সের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে চরম বিপাকে পড়েছে বিপিএলে প্রতিনিধিত্ব করা দলটি।

আরও পড়ুন:

» ২২ বছর বয়সে অবসর নিয়েও সবচেয়ে ধনী, কে এই ক্রিকেটার?

» পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ 

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু আগামী ৮ ডিসেম্বর। যার একদিন আগে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। কিন্তু জাতীয় দলের ক্যাম্পে একদিন আগেই যোগ দিতে নির্দেশ দিয়েছে বিসিবি। এর ফলে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুব ফাইনাল না খেলেই জাতীয় দলে যোগ দিতে পারেন।

আগামীকাল ভোর ৫টায় মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। অন্যদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ৮ ডিসেম্বর রাত ৮টায়। যেটি অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। ফাইনালের ভেন্যু গায়ানা থেকে সেন্ট কিটসের দূরত্ব প্রায় ১৪৫০ কিলোমিটার।

ফলে বিসিবি যদি নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয় তাহলে রংপুর রাইডার্সের হয়ে ফাইনাল খেলা হবে না ওই তিন ক্রিকেটারের। এছাড়াও দল গোছাতে মহাবিপাকে পড়তে হবে ফ্রাঞ্চাইজিটির। যদিও গুঞ্জন রয়েন, এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে ফ্রাঞ্চাইজি কর্তাদের।

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট