বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট। যেখানে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এরমধ্যে দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশের মাটিতে ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন এই পেসার। শুধু অংশগ্রহণ করেই ক্ষ্যান্ত হননি করেছেন পারফর্মও। ৪ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট।
গ্লোবাল সুপার লিগ শেষ করে ইতোমধ্যেই গায়ানা থেকে জ্যামাইকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তানজিম সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রয়েছেন তিনি। এসময় বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় কথা বলেন। সেখানে প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতাও জানিয়েছেন এই তরুণ পেসার।।
সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ! গ্লোবাল সুপার লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। টিমমেটরা সবাই খুবই সহযোগিতাপূর্ণ ছিল। দল সাফল্য না পেলেও আমি নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরে ভীষণ খুশি। দেশ থেকে চোট কাটিয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েছিলাম। তবে এখন পুরো ফিট আছি। ইনশাআল্লাহ মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
আরও পড়ুন:
» শহীদদের শিরোপা উৎসর্গ করল রংপুর, কত টাকা পেল চ্যাম্পিয়নরা?
» মেজর লিগে বর্ষসেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি
জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দেওয়া তরুণ পেসার নাহিদ রানাও আছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে। আজ ভিডিও বার্তায় নাহিদ রানা বলেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি নিজেকে আরও ভালো করে তৈরি করার চেষ্টা করছি। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বোলিং করার চেষ্টা করছি। দলের জন্য সবচেয়ে সেরাটা দেওয়াই আমার লক্ষ্য।’
ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে ১-১ সমতায় সিরিজ ড্র হয়েছে। আগামীকাল (৮ডিসেম্বর) প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জ্যামাইকার সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে।
এক নজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এসআর/বিটি