দেশের ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের মনোযোগ বাড়াতে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট, কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেড টুর্নামেন্টকে খেলোয়াড়রা যাতে বেশি প্রাধান্য দিতে পারে সেজন্য এবার বিদেশি লিগে খেলতে এনওসি নিষেধাজ্ঞা দিতে পারে ইসিবি। কিন্তু বোর্ডের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট ইংলিশ ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে ডাক দিতে পারেন বিদ্রোহের।
বিদেশি লিগে খেলতে বোর্ডের এনওসি নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে নাখোশ হয়ে দেশটির ৫০ জন ক্রিকেটার বিদ্রোহের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। আর এই বিদ্রোহের নমুনাস্বরুপ ‘দ্য হান্ড্রেড টুর্নামেন্ট’ বয়কট করার কথাও ভাবছেন ক্রিকেটাররা।
ইসিবির নেওয়া এই নতুন সিদ্ধান্তে বলা হয়েছে যেসকল ক্রিকেটার ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন না তাঁরা যেন সাদা বলের ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ খেলা থেকে বের হয়ে যেতে না পারে সেজন্য এমন সিদ্ধান্ত। কিন্তু ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের সময় মাঠে গড়াবে বিশ্বের দুই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল এবং পিএসএল।
আরও পড়ুন:
» ব্যাটারদের ব্যর্থতায় আবারো হারল বাংলাদেশ
» প্রথমবার বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা জানালেন তানজিম সাকিব
আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারত এবং পাকিস্তানে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল ও পিএসএল। ইতোমধ্যেই বিসিসিআই ইসিবির থেকে ইংলিশ ক্রিকেটারদের পাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন। কিন্তু পাকিস্তান সেটা না করায় পড়তে যাচ্ছে বিপাকে। প্রথমত আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসল অনুষ্ঠিত হওয়ায় কিছুটা জনপ্রিয়তা কমবে টুর্নামেন্টটির। তারপর আবার ইসিবির এমন সিদ্ধান্তে জৌলুস হারাতে পারে লিগটি।
১৮ দলের অংশগ্রহণে ২০২৫ সালের ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগ ভাইটালিটি ব্লাস্ট শুরু হতে যাচ্ছে ২৯ মে থেকে। টুর্নামেন্ট চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এসময়ে চলমান পাকিস্তান সুপার লিগসহ সকল টুর্নামেন্টে যাতে ইংলিশ ক্রিকেটাররা অংশ নিতে না পারে সেজন্য এমন সিদ্ধান্ত ইসিবির। এছাড়াও এই সময়টাতে চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ, আমেরিকার মেজর লিগ, কানাডার গ্লোবাল টি-২০। যেখানে অংশগ্রহণ করতে পারবে না ইংলিশ ক্রিকেটাররা। ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি দলগুলোর সঙ্গে ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি বিভিন্ন চুক্তি রয়েছে। ফলে সেসকল মোটা অঙ্কের টাকার চুক্তিগুলো রক্ষা করতে অনেক ইংলিশ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ বলছে, ‘আসলেই ইংলিশ ক্রিকেটাররা এবার শক্ত অবস্থান নিতে যাচ্ছে। কারণ এখানে তাদের টাকার বিষয় জড়িয়ে আছে। আর টাকা-পয়সার বিষয় জড়িয়ে কোনো ছোট ঘটনাও যেকোনো মুহূর্তে বড় ঘটনা হয়ে দাঁড়ায়।’
এর আগে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ‘ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেটের শক্তি সামর্থ্যকে সবার আগে গুরুত্ব দিতে হবে। নিজেদের দেশের খেলার প্রতি আমাদের সকলকে আন্তরিক ও সৎ হতে হবে। এনওসি না দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার কারণ যথাযথভাবে ক্রিকেটার এবং ক্লাবগুলোর কাছে ব্যাখ্যা করা হবে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা প্রয়োজন তবে আগে নিজের দেশের খেলাকে ঠিক রাখতে হবে। যাতে করে আমাদের টুর্নামেন্টকে কেউ যেন কম গুরুত্বপূর্ণ না ভাবে।’
এদিকে সার্বিক দিক বিবেচনা করে ক্রিকেটার এবং তাদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদমাধ্যম টেলিগ্রাফের তথ্যমতে, দুইটা সভা করেছে ক্রিকেটাররা। যেখানে প্রথমটিতে বসেছিলেন ৫০ জন ক্রিকেটার এবং দ্বিতীয় সভায় পিসিএ এবং ক্রিকেটারদের এজেন্টরা মিলে একটা সভা করেন। সবপক্ষের কথা বিবেচনা করে ইসিবিকে একটা প্রস্তাব দিতে পারে পিসিএ।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এসআর/বিটি