Connect with us
ক্রিকেট

সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল, আসলে কি ঘটেছিল?

Siraj's '181.6 kmph' ball, what actually happened
সিরাজের ১৮১.৬ কিলোমিটার গতির বল নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা। ছবি- সংগৃহীত

বিশ্বের সবচেয়ে গতিময় ফাস্ট বোলারের কথা উঠলেই সকলের মনে ওঠে কার কথা? নিঃসন্দেহে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের কথা। কারণ ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেন এই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যা ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে গতির বল। কিন্তু বর্তমানে চলছে ভারত-অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্ট। যেখানে ভারতীয় পেসার সিরাজের একটি বলের গতি দেখে অবাক হয়েছে ক্রিকেট দুনিয়া।

বর্তমানে অস্ট্রেলিয়ায় চলমান ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। আর এই সিরিজের অ্যাডিলেড টেস্টে ঘটেছে এমন বিস্ময়কর ঘটনা। গতকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৫ তম ওভারে বল হাতে নেন মোহাম্মদ সিরাজ। ওই ওভারের পঞ্চম বলটি করার পর স্পিড মিটারে বলের গতি দেখায় ১৮১.৬ কিলোমিটার।

যদিও ওই বলটিতে অনায়াসে কাট শর্টে চার মারেন মার্নাস ল্যাবুশনে। কিন্তু বলটি ঘিরে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। অবাক হয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরাও। কারণ সাধারণত সিরাজ একজন মিডিয়াম পেস বোলার।

আরও পড়ুন:

» বোর্ডের নতুন সিদ্ধান্তে অখুশি ইংলিশ ক্রিকেটাররা

» ব্যাটারদের ব্যর্থতায় আবারো হারল বাংলাদেশ

তিনি সবসময় ১৪০ এর আশেপাশে বল করে থাকেন। ১৫০ কিলোমিটার গতিতেও খুব একটা বল করতে পারেন না তিনি। এমন একজন বোলারের বলের গতি নাকি ১৮১! বিষয়টি ছিল বেশ বিস্ময়কর।

তবে বিষয়টিতে সম্পূর্ণ ভুল ছিল সম্প্রচারকারী প্রতিষ্ঠানের। যদিও খুব দ্রুতই গতি পরিমাপে নিজেদের প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে ভুল শুধরে নেয় প্রতিষ্ঠানটি। কিন্তু এর আগেই ভুলটির স্ক্রিনশর্ট ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে নেটিজেনদের তামাশার পাত্র হয়েছেন সিরাজ।

ক্রিকেটার ছাড়াও ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপি হিসেবে কর্মরত আছেন সিরাজ। ফলে এ বিষয়টি নিয়েও মজা করছেন অনেক নেটিজেন। একজন লিখেছেন, ‘ডিএসপি সাহেবই একমাত্র এত গতিতে বল করতে পারেন।’ আবার অন্য একজন লিখেছেন, ডিএসপি সাহেবকে গতির মিটারও ভয় পেয়েছে।’

সিরাজের বোলিংয়ে স্পিডমিটারের প্রযুক্তিগত ভুলে হেনস্তার স্বীকার হতে হচ্ছে তাঁকেই। অথচ এমন ভুলে তাঁর কোনো হাতই নেই। তবুও নেটিজেন সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতীয় এই পেসারকে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা একটি ম্যাচে পাকিস্তানের পেসার হাসান আলির করা একটি ডেলিভারির গতি ছিল ২১৯ কিলোমিটার। সেটাও ছিল প্রযুক্তিগত ভুল।

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট