ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে এবার মাঠে গড়াবে সাদা বলের। স্বাগতিকদের বিপক্ষে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরবর্তীতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (রবিবার) প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সাদা বলের সিরিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল টাইগাররা। এই জয়ের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজেও বজায় রাখতে চায় মেহেদি হাসান মিরাজের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের অতীত পরিসংখ্যান বেশ স্বস্তিদায়ক। শেষ ১১ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে অপরাজিত টাইগাররা। একইসঙ্গে বাংলাদেশের সামনে টানা পঞ্চম সিরিজ জয়ের হাতছানি।
আরও পড়ুন:
» বাংলাদেশকে কোন ছাড় দিতে নারাজ উইন্ডিজ কোচ
» ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : একনজরে রিয়ালের সকল ম্যাচ সূচি
সর্বশেষ ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১৮ সালের জুলাইয়ে ক্যারিবিয়ান মাটিতে ২-১ ব্যবধানে এবং একই বছরের ডিসেম্বরে ঘরের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। এরপর ২০২১ সালে ঘরের মাঠে উইন্ডিজদের ৩-০ তে হোয়াইট করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সবশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। সেই সিরিজেও স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল লিটন মিরাজরা। সবমিলিয়ে শেষ চার ওয়ানডে সিরিজেই জিতেছে বাংলাদেশ, যার মধ্যে দুটি ছিল ক্যারিবিয়ানে। তাই এবার স্বাগতিকদের মাটিতে ‘হ্যাটট্রিক’ সিরিজ জয়ের পাশাপাশি টানা পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
ম্যাচটি সরাসরি দেখবেন যেভাবে :
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে ‘টফি’ ওয়েবসাইট কিংবা অ্যাপে। এছাড়া ‘স্পোর্টজফাই’ অ্যাপেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/বিটি