ক’দিন আগেই ক্যারিবীয় দ্বীপে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল বলের ক্রিকেটে সাফল্য ধরা দেয়। এবার ক্রিকেটের এক দিনের ফরম্যাটে মুখোমুখি হয়েছে দুদল। তবে সাদা বলে শুরুটা ভালো হলো না মিরাজদের।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন সেন্ট কিটসের মাটিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচে নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তুলে বাংলাদেশ। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ ওভারে ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় উইন্ডিজ।
আরও পড়ুন :
» বাংলাদেশ যখন ভারতকে হারাচ্ছিল, দর্শকরা ‘তাকবির’ দিচ্ছিল (ভিডিও)
» বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (৯ ডিসেম্বর ২৪)
তিনশ ছুঁই ছুঁই রানের বড় স্কোর বিফলে গেছে এদিন টাইগার বোলারদের নিষ্প্রভ বোলিং এর কারণে। শাই হোপ ও কেসি কার্টিদের ঝড় থামাতে বড্ড দেড়ি হয়ে গেছে। মিরাজের ঘূর্ণিতে হোপ ৮৬ রানে থামলেও প্রতিপক্ষের রানের চাকা থামেনি। রাদারফোর্ড এর ঝড়ো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলেন নাহিদ-তানজিমরা। ৮০ বলে ১১৩ রান করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই মিডল অর্ডার ব্যাটার।
এদিন নাহিদ রানা, তানজিম সাকিব, মেহেদি মিরাজ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার একটি উইকেট পেয়েছেন।
এদিকে সিরিজের শুরুটা ভালো হবে এমন আশাই করেছিল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। তবে একে একে সৌম্য-লিটনের বিদায়ের পর ম্যাচ মেরামতের হাল ধরেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তাকে সাঙ্গ দেন তানজিদ তামিম। তবে বেশি সময় মাঠে থিতু হতে পারেননি তিনি ৬০ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তরুণ এই ব্যাটার।
মিরাজও ফিরে যান ১০১ বলে ৭৪ রান করে। তবে ফিনিশিংয়ে কাজটা ভালোভাবেই করেছিলেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি পেয়েছেন ৪৩ বলে, ছিলেন অপরাজিত। জাকের আলি মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন, ৪০ বলে ৪৮ করে আউট হন তিনি। ম্যাচে ৪টি অর্ধশতকে ভর করে বড় স্কোর গড়ে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৯৪/৬ (৫০)
ওয়েস্ট ইন্ডিউজ : ২৯৫/৫ (৪৭.৪)
ফলাফল : ৫ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিউজ।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসএ