Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো আয়ারল্যান্ড

Ireland gives Bangladesh a taste of whitewash
টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের হোয়াইটওয়াশ করেছে আইরিশরা। ছবি- সংগৃহীত

কয়েকদিনের ব্যবধানে একই মুদ্রার দুইপিঠ দেখতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। কয়েকদিন আগেই মিরপুরে আয়ারল্যান্ড নারী দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার চায়ের দেশ সিলেটে পেতে হলো ভিন্ন স্বাদ। আইরিশ মেয়েদের কাছে হতে হয়েছে রীতিমতো ধবলধোলাই।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাত হয়েছে আগেই। আজ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নেমে টাইগ্রেসরা। কিন্তু শেষ রক্ষা হলো না। সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১২৩ রান তোলে বাংলাদেশ।

এদিকে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে থাকে আইরিশ মেয়েরা। একটা সময় ম্যাচ থেকে প্রায় ছিটকেও গিয়েছিল। তবে শেষ মুহূর্তের টানটান উত্তেজনা শেষে জয়ের দেখা পায় আয়ারল্যান্ড।

আরও পড়ুন:

» অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে কত টাকা প্রাইজমানি পেল বাংলাদেশ?

» বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে নতুন মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ 

শেষ ইনিংসের শেষ ২ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে দলটি তুলে ৬ রান। এতে করে দলটির প্রয়োজন ছিল ৬ বলে ১৫ রান। ফলে আইরিশরা কিছুটা চাপে পড়ে যায়।

শেষ ওভারে বোলিংয়ে আসেন স্বর্ণা আক্তার। যেখানে ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন আইরিশ ব্যাটার আর্লিন কেলি। এরপর ২য় বলে ডাবল রান নিয়ে স্ট্রাইক ধরে ডেলানি। পরের তিন বলে টানা ৩ চার মেরে দলকে জিতিয়ে মাঠে ডেলানি। মূলত জ্যোতির অদূরদর্শী অধিনায়কত্ব এবং ডেথ ওভারে বাজে বোলিং ও বাজে ফিল্ডিংয়ের জন্য ম্যাচ হেরেছে মেয়েরা।

এছাড়া দিনের শুরুতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৩৩ রান। এরপর ইনিংসের ৪র্থ ওভারের শেষ বলে মুরশিদার বিদায়ে ভাঙে সেই জুটি। আউট হওয়ার আগে মুরশিদা করেন ১২ রান।

অন্যদিকে ২য় উইকেট জুটিতে ৫৮ বলে ৭১ রানের জুটি গড়েন সোবহানা ও শারমিন। এদের ব্যাটে ভর করে বড় লক্ষ্যের দিকে হাঁটছিলো বাংলাদেশ দল। কিন্তু হঠাৎই শারমিনের বিদায়ে এলোমেলো হয়ে বাংলাদেশের ইনিংস। ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন শারমিন। এর কিছুক্ষণ পরই সাজঘর ফেরেন সোবহানাও। খেলেন ৪৫ রানের এক দুর্দান্ত ইনিংস।

এই জুটির পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। শেষ পাঁচ ওভারে ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশ স্কোর বোর্ডে তুলতে পারে মাত্র ১৬ রান। শেষ তিন ব্যাটার স্বপ্না, জ্যোতি ও নাহিদার রান ছিল যথাক্রমে ৬, ৮ ও ১। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন প্রেন্ডারগাস্ট ও ম্যাগুয়ে। দুজনে উইকেট তুলে নেন যথাক্রমে ৪টি ও ২টি করে।

প্রসঙ্গত, সবশেষ টি-টোয়েন্টি দেখায় ২০১৮ সালে আয়ারল্যান্ডকে তাঁদের মাটিতে ২-১ ব্যবধানে হারালেও এবার ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। এতে করে ভারত (৫-০), অস্ট্রেলিয়া (৩-০) এর পর আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হলো টাইগ্রেসদের। চলতি বছরে এই নিয়ে টানা তিনবার এমন লজ্জায় পড়তে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট